OnlinePm Yojona

E-Pramaan New Portal Launch 2023 || Govt New Portal Launch

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে একটি Portal এর কথা বলব এর নাম হচ্ছে E-Pramaan| এই Portal গর্মেন্ট এর তরফ থেকে চালু করা হয়েছে এই Portal-এর মাধ্যমে আপনি সমস্ত গভমেন্টের সার্ভিসের লাভ উঠাতে পারবেন |

আপনি গর্মেন্ট এর বিভিন্ন সার্ভিসের জন্য আলাদা পোর্টালের যাওয়ার দরকার নেই এই একটাই পোর্টালের মাধ্যমে আপনি সমস্ত রকম সার্ভিস পাবেন |

আজকের পোষ্ট মাধ্যমে আপনাদের বলব :-

1. এই E-Pramaan পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
2. কিভাবে আইডি পাসওয়ার্ড Create করবেন?
3. কোন কোন সার্ভিসের লাভ উঠাতে পারবেন?

1. এই পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

• প্রথমেই এই E-Pramaan অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবেন- Click Here

• Login বাটনে ক্লিক করবেন তারপর যদি আপনার Digiloker Account থাকে তো এখান থেকে Login করবেন অথবা নতুন হয়ে থাকলে এখানে Registration Now অপশনে ক্লিক করবেন |

• ক্লিক করার পর এখানে আপনার সমস্ত Details বসাতে হবে | যেমন – আপনার মোবাইল নাম্বার, আপনার নাম এবং আপনার Date of birth এবং একটা User ID Create করতে হবে এবং Password ক্রিয়েট করতে হবে |

• সমস্ত ডিটেলস বসানোর পর এখানেই Submit বাটনে ক্লিক করবেন |

•  তারপর KYC করতে হবে | KYC করার জন্য আপনার আধার নাম্বার বসিয়ে দিবেন এবং আপনার আধার নাম্বারে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটা OTP যাবে | সেই OTP বসিয়ে Verify করে দিলেই আপনার এখানে এর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে | এবং আপনাকে একটা ID & Password প্রোভাইড করবে | Id Password দিয়ে এখানে Login করলে আপনার সামনে Dashboard Open হয়ে যাবে |

2. কিভাবে আইডি পাসওয়ার্ড Create করবেন?

রেজিস্ট্রেশন Complete করার পর তারপর আপনি যেই ID এবং Password Create করেছিলেন সেটাই হলো আপনার User ID এবং Password | এটা দিয়ে আপনি পরবর্তীকালে এখানে Login করতে পারবেন |

এখানে সমস্ত রকমের গভর্মেন্টের লিস্ট দেওয়া আছে এরমধ্যে আপনার যেই সার্ভিসের দরকার অথবা সার্ভিসের প্রয়োজন এখান থেকে সেই সার্ভিসের লাভ ওঠাতে পারবেন । আপনাকে প্রত্যেক সার্ভিসের জন্য আলাদা আলাদা Portal-এ Visit করার দরকার নেই আপনি একটি পোর্টালে Login করে আপনি সমস্ত সার্ভিসের লাভ দিতে পারবেন ।

3. কোন কোন সার্ভিসের লাভ উঠাতে পারবেন?

এখানে আপনার State অনুযায়ী বিভিন্ন সার্ভিস এখানে দেওয়া রয়েছে এখানে আপনার State সিলেক্ট করলেই এখানে আপনার State -এ বিভিন্ন সার্ভিস আপনার সামনে Open হয়ে যাবে তারপর সেই সার্ভিস এখান থেকে use করতে পারবেন |

তাহলে বুঝতে পেরেছেন এই নতুন পোর্টাল থেকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন কোন করে সার্ভিসের লাভা দিতে পারবেন সমস্ত কিছু বলে দিলাম ।

আমাদের অসাধারণ স্পনসর উল্লেখ করা ছাড়া – স্লোটোগেট প্ল্যাটফর্ম। আপনি এখানে স্লট মেশিনের একটি বিস্তৃত পরিসর এবং টেবিল গেমগুলির একটি চিত্তাকর্ষক নির্বাচন পাবেন, যেমন เกมส์บิงโก ออนไลน์। আপনাকে যা করতে হবে তা হল আসা এবং একচেটিয়া বোনাস সহ একটি বিরামহীন গেমিং অভিজ্ঞতা উপভোগ করা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *