Scholarship

BDO Income Certificate Apply Online 2023| Income Certificate

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলবো যে 2023 এ কিভাবে আপনি BDO Income Certificate -এর জন্য অনলাইনে আবেদন করবেন সেটাই পোষ্টের মাধ্যমে আপনাদের জানাবো ।

আজকে যে টপিক গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হল :-

1. BDO Income Certificate আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে?
2. এই সার্টিফিকেট কি কি কাজে প্রয়োজন হয়?
3. কিভাবে আবেদন করবেন?
4. কিভাবে স্ট্যাটাস চেক করবেন?

 

1. BDO Income Certificate আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে?

• Aadhaar Card
• Identity Card
• photo
• income certificate (Pradhan)
• Income certificate (Secretary/সচিব)

2. এই সার্টিফিকেট কি কি কাজে প্রয়োজন হয়?

এই সার্টিফিকেট যে কোন স্কলারশিপ ফর্ম ফিলাপ করার জন্য এই সার্টিফিকেট প্রয়োজন হয়। সেই জন্য যেই সব Students যারা স্কলারশিপ জন্য আবেদন করবেন তাদের এই সার্টিফিকেট অবশ্যই দরকার ।

3. কিভাবে আবেদন করবেন?

Step -1 আবেদন করার জন্য প্রথম e-district Portal Visit করবেন – Click Here

Step -2 তারপর আপনি নতুন হয়ে থাকলে New Registration অপশনে ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন Complate করবেন |

Step -3 তারপর ID Password দিয়ে Login করবেন |

Step -4 তারপর ইনকাম সার্টিফিকেট অপশন এ ক্লিক করে এখানে নাম ,বাবার নাম, ইনকাম ,আধার কার্ড নাম্বার, অ্যাড্রেস এবং ইনকাম ডিটেইলস বসিয়ে এবং আধার কার্ড ,আইডেন্টি কার্ড, ইনকাম সার্টিফিকেট আপলোড করে আপনাকে বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে |

আবেদনের ফুল ভিডিও নিম্নে দেওয়া রয়েছে 👇👇👇

4. কিভাবে স্ট্যাটাস চেক করবেন?

• এটা চেক করার জন্য প্রথমে Login করবেন |
• তারপর Track Application Status অপশনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন খুব সহজেই |

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *