Cm YojonaGovt Yojona

Bhabishyat Credit Card Online Apply 2023 | WB New Portal 2023

Spread the love

নমস্কার বন্ধুরা, আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে গভারমেন্টের তরফ থেকেই নতুন এটি Portal Launch করা হয়েছে | এই Portal -এর নাম হচ্ছে WBBCCS Portal | এই পোর্টালের মাধ্যমে খুব সহজে আপনি Bhabishyat Credit Card আবেদন করতে পারবেন |

 

আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলি হল :-

1. Bhabishyat Credit Card কি?
2. এই Card কি কাজে লাগবে?
3. আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
4. কিভাবে আবেদন করবেন?

 

1. Bhabishyat Credit Card কি?

আপনারা সবাই জানেন মানুষজনের সুবিধার্থে West Bengal সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম Scheme Launch করে থাকে | সেরকম বর্তমানে 2023 এ একটি Scheme Launch করা হয়েছে যার নাম Bhabishyat Credit Card Scheme |

 

2. এই Card কি কাজে লাগবে?

• এই Scheme -এর মাধ্যমে যারা ব্যবসা করেন অথবা যারা কোন শিল্প করেন তারা এই স্কিমের মাধ্যমে Apply করে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারবেন |

• যদি আপনি এই Card আবেদন করে থাকেন তাহলে এই Card মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন |
এবং এই Card আবেদন করতে গেলে আপনি কোন রকম গ্যারান্টি অথবা কোন জিনিস রাখতে হবে না |

• এবং এই Card আবেদন করলে 20 থেকে 25 হাজার টাকা আপনাকে Subsidy অথবা ছাড় দেওয়া হবে |

 

3. আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?

• Aadhar card
• Voter Card
• Project Report ( Portal Report এই অফিসের ওয়েবসাইটে Already দেওয়া আছে | আপনি যেই ব্যবসা করেন সেই ব্যবসা অনুযায়ী Project Report আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে ) |

তারপর সেই Project Report PDF Format Upload করতে হবে |

 

4. কিভাবে আবেদন করবেন?

• প্রথমে এই Official Website Visit করবেন – https://bccs.wb.gov.in/

• তারপরে Apply অনলাইন অপশন ক্লিক করবেন |

• তারপর নতুন হয়ে থাকলে New Registration অপশনে ক্লিক করবেন |

• তারপর কোন সমস্ত Details বসিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন |

• তারপর ID & Passport দিয়ে Login করে এই Bhabishyat Credit Card জন্য আবেদন করতে পারবেন |

 

এইভাবে খুব সহজে গভর্নমেন্টের নতুন পোর্টালের মাধ্যমে Bhabishyat Credit Card Scheme জন্য আবেদন করতে পারবেন | এবং 5 লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারবেন এবং খুবই কম সুদে |

এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের Official Website Subscribe করে রাখবেন।

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *