BSNL Tower আপনার জায়গায় কিভাবে বসাবেন
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে যদি আপনি BSNL টাওয়ার আপনার জায়গায় বসতে চান কিভাবে বর্তমানে 2024 এ বসাবেন সেটাই পোস্টের মাধ্যমে আপনাদের জানাবো |
আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :-
1. আপনার এলাকায় BSNL টাওয়ার আছে নাকি কিভাবে চেক করবেন?
2. কিভাবে BSNL টাওয়ার আপনার জায়গায় বসাবেন?
3. কত টাকা খরচ হবে এবং কত টাকা ইনকাম হবে?
1. আপনার এলাকায় BSNL টাওয়ার আছে নাকি কিভাবে চেক করবেন?
• আপনার জায়গায় BSNL টাওয়ার রয়েছে কিনা সেটা চেক করার জন্য এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন- https://www.nperf.com/en/
• তারপর = অপশনে ক্লিক করে Coverage Map অপশন এ ক্লিক করবেন |
• তারপর আপনার লোকেশন বসিয়ে চেক করে নেবেন আপনার এলাকায় BSNL টাওয়ার রয়েছে কিনা |
• যদি আপনার এলাকার BSNL tower না থাকে তাহলে আপনি আপনার জায়গায় টাওয়ার বসাতে পারেন।
2. কিভাবে BSNL টাওয়ার আপনার জায়গায় বসাবেন?
BSNL টাওয়ার আপনার জায়গায় বসানোর জন্য কতগুলি কোম্পানির রয়েছে এই কোম্পানির সঙ্গে কন্টাক করে আপনার জায়গাতে আপনি টাওয়ার বসাতে পারবেন।
কোম্পানি গুলির নাম হল 👇👇👇
1. gtl infrastructure limited
2. atc india
3. Indus Towers
এই বর্তমানে তিনটি কোম্পানির সঙ্গে আপনি কন্টাক করে আপনি খুব সহজে আপনার জায়গায় BSNL টাওয়ার বসাতে পারবেন এবং প্রত্যেক মাসে একটি ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন।
3. কত টাকা খরচ হবে এবং কত টাকা ইনকাম হবে?
এই টাওয়ার আপনাদের জায়গায় বসানোর জন্য কোনরকম আপনার খরচ হবে না সব খরচ কোম্পানি দেবে এবং সঙ্গে আপনার জায়গায় টাওয়ার বসানোর জন্য প্রত্যেক মাসে মাসে আপনাকে টাকা দেবে |