CCC Certificate Online Apply 2022 | CCC Certificate Download
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের একটি সার্টিফিকেটের কথা বলব সেটির নাম হচ্ছে CCC Certificate (Course on Computer Concept) |
এটি একটি কম্পিউটার সার্টিফিকেট এবং এটা কিন্তু গভর্মেন্ট থেকে দেওয়া হয় । সেজন্য এটা গভারমেন্ট সার্টিফিকেট ও আপনি বলতে পারেন । এই সার্টিফিকেটের মাধ্যমে আপনি বিভিন্ন সরকারি ও বেসরকারি Job -এর জন্য এই সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ সার্টিফিকেট । অনেক ক্ষেত্রে এই সার্টিফিকেট না হলে বিভিন্ন সরকারি ও বেসরকারি কোম্পানিতে আপনাকে চাকরি দেয় না কারণ এই সার্টিফিকেট সেখানে mandatory হয় ।
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :
1. CCC Certificate কি?
2. এই সার্টিফিকেট কি কাজে লাগে?
3. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
4. কিভাবে আবেদন করবেন?
5. আবেদন করার পর কি করতে হবে?
6. আবেদনের জন্য কত টাকা দিতে হবে?
1. CCC Certificate কি?
CCC সার্টিফিকেট হল একটি গভারমেন্ট কম্পিউটার সার্টিফিকেট | এই সার্টিফিকেট গভর্নমেন্ট এর তরফ থেকে প্রোভাইড করা হয় | এই সার্টিফিকেটের মাধ্যমে বিভিন্ন সরকারি এবং বেসরকারি JOB এর জন্য আপনি Apply করতে পারবেন |
2. এই সার্টিফিকেট কি কাজে লাগে?
• এই সার্টিফিকেট দিয়ে যেকোনো সরকারি ও বেসরকারি Job পেতে পারবেন |
• এবং এই সার্টিফিকেট থাকলে আপনি Professional কম্পিউটার সম্বন্ধে ধারণা থাকা একজন মানুষ হতে পারবেন |
• এছাড়াও বিভিন্ন কাজে এই সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে |
Read More – Laxmi bhandar online status check 2022
3. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
• Aadhar Card
• Mobile Number
• Email ID
• Photo
• Signature
• Left Thumb Impression
4. কিভাবে আবেদন করবেন?
• প্রথমে এই Official Website Visit করবেন – https://student.nielit.gov.in/
• তারপর Apply Online অপশন এ ক্লিক করবেন |
• তারপর CCC অপশনে ক্লিক করবেন |
• তারপর আপনার Personal Details এবং আপনার Address এবং আপনার সমস্ত ডকুমেন্টস আপলোড করে এখানে আপনাকে আবেদন করতে হবে।
5. আবেদন করার পর কি করতে হবে?
আবেদন করার পর তারপর আপনার Application সাকসেসফুলি ভাবে Submit হয়ে যাবে | তারপর তিন মাস থেকে সাড়ে তিন মাস পর আপনাকে যেই exam centre select করেছিলেন সেই সেন্টারে গিয়ে আপনাকে একটি exam দিতে হবে ।
এক্সাম দেওয়ার পর তারপরে আপনি পাস হয়ে গেলে আপনাকে এই সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করতে হবে |
Read More – Job Card Aadhar Link 2023
6. আবেদনের জন্য কত টাকা দিতে হবে?
• এই সার্টিফিকেট আবেদন করার জন্য আপনাকে 590 টাকা পেমেন্ট করতে হবে |