Online

DSC New Portal Launch 2023 | Govt New Portal

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে গভর্মেন্টের তরফ থেকে একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে । যেই পোর্টালের নাম হচ্ছে DSC Portal | এই পোর্টালের দ্বারা যারা দোকানদার এবং যাদের CSC Vle তারা কিন্তু এই পোর্টালের দ্বারা বিভিন্ন রকম সরকারি যোজনা গুলি কাস্টমারদের প্রোভাইড করতে পারবে। এবং ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন |

 

• আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলি হলো :-

1. এই DSC Portal কি? 
2. কোন কোন সার্ভিসের লাভ হতে পারবেন? 
3. কারা কারা রেজিস্ট্রেশন করতে পারবেন? 
4. কিভাবে রেজিস্ট্রেশন করবেন? 
1. এই DSC Portal কি? 

বর্তমানে Government তরফ থেকে DSC PORTAL লঞ্চ করা হয়েছে | সরকারি বিভিন্ন রকম যোজনা এবং প্রকল্প এই এই একটি পোর্টালের দ্বারা সমস্ত কাজ করতে পারবেন | বিভিন্ন রকম যোজনা বা প্রকল্পে আবেদনের জন্য আলাদা আলাদা পোর্টালে যাওয়ার দরকার নেই | এই একটি পোর্টালে আপনি সমস্ত গভর্মেন্টের যোজনার আবেদন করতে পারবেন এবং কমিশন ইনকাম করতে পারবেন।

 

2. কোন কোন সার্ভিসের লাভ হতে পারবেন?

এই পোর্টালের দ্বারা সরকারের সমস্ত রকম যোজনা লাভ করতে পারবেন | এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা , প্রধানমন্ত্রী কিষান সম্মানিধী যোজনা অর্থাৎ বলতে গেলে গভর্নমেন্টের সমস্ত রকম যোজনা এখানে সার্ভিস রয়েছে এবং এই সার্ভিসের জন্য খুব সহজে আবেদন করতে পারবেন।

 

3. কারা কারা রেজিস্ট্রেশন করতে পারবেন?

• যারা দোকানদার এবং যারা সাধারণ মানুষ তারা কিন্তু এখানে ID & Password ফ্রীতে Create করে Login করে সরকারি সমস্ত রকম Scheme -এর লাভ এই পোর্টালের দ্বারা উঠাতে পারবেন |

 

এবং আপনি যদি একজন দোকানদার হয়ে থাকেন তাহলে কিন্তু কাস্টমারের এইসব সার্ভিস প্রোভাইড করে আপনি টাকা ইনকাম করতে পারবেন | তবে এর জন্য কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে কোন রকম কমিশন কিন্তু দেওয়া হবে না যদি আপনি একজন দোকানদার হয়ে থাকেন |

 

• কিন্তু যদি আপনি CSC Vle হয়ে থাকেন তাহলে কিন্তু এই সমস্ত সার্ভিস castomar দের প্রোভাইড করলে আপনি কিন্তু ভালো রকমের কমিশন ইনকাম করতে পারবেন ।

 

4. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

• প্রথমে এই Official Website Visit করবেন – https://labharthi.in

• নতুন হয়ে থাকলে Sign-Up অপশন এ ক্লিক করবেন |

• তারপর আপনার কিছু Details বসিয়ে এখানে রেজিস্ট্রেশন করবেন |

• রেজিস্ট্রেশন করার পর ID & Password দিয়ে Login করে Govt সমস্ত রকম সার্ভিস আপনার সামনে Show হয়ে যাবে | তারপরে সেইসব সার্ভিসের আবেদন খুব সহজে করতে পারবেন |


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *