দুর্গাপূজা উপলক্ষে বাড়তি রেশন দিচ্ছে সরকার | কোন কার্ডে কি কি পাবেন দেখুন ?
বর্তমানে দুর্গাপুজো কালীপুজো ছট পুজো উপলক্ষে বাড়তি রেশন সরকারের তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে এবার দেখে নিন কোন কার্ডে থাকলে কত রেশন পাবেন । কোন কার্ডে কত মাল পাবেন কোন কার্ড থাকলে এক্সট্রা সামগ্রী দেওয়া হবে।
ভূমিকা :-
বর্তমানে পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্ন পূজা উপলক্ষে অনেক সময় ফ্রিতে রেশন প্রোভাইড করা হয় এবং বাড়তি রেশন প্রোভাইড করা হয়। তো সে ক্ষেত্রে ২০২৫ এ ও দুর্গা পূজা উপলক্ষে বাড়তি রেশন প্রোভাইড করা হচ্ছে ।
কোন কার্ডে কত রেশন দেওয়া হবে দেখুন :-
নিম্নের দোয়া রইল যে কোন কারে কত রেশন পাবেন –
কার্ড ধরন | সাধারণ বরাদ্দ (মাসিক) | মন্তব্য |
---|---|---|
Antyodaya Anna Yojana (AAY) | প্রতি পরিবার: ২১ কেজি চাল + ১৪ কেজি গম অথবা ১৩.৩ কেজি ফোর্টিফায়েড আটা | অতি দরিদ্র পরিবারগুলোর জন্য। চাল/গম/আটা বিকল্প সুবিধার ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। |
Priority Household (PHH) / State Priority Household (SPHH) | প্রতি ব্যক্তি: ৩ কেজি চাল + ২ কেজি গম অথবা ১.৯ কেজি ফোর্টিফায়েড আটা | NFSA-ভুক্ত সাধারণ সুবিধাভোগী। পরিমাণ প্রতি মাথা হিসেবে নির্ধারিত। |
RKSY I / RKSY II (রাজ্য Khadya Suraksha Yojana) | RKSY I: প্রতি ব্যক্তি ~ ৫ কেজি চাল RKSY II: প্রতি ব্যক্তি ~ ২ কেজি চাল |
রাজ্য পর্যায়ের অতিরিক্ত শ্রেণি — জেলা/ব্লক অনুযায়ী বাস্তব পার্থক্য থাকতে পারে। |
অতিরিক্ত ক্যোটা (PMGKAY): কেন্দ্রীয় ‘Pradhan Mantri Garib Kalyan Anna Yojana’ (PMGKAY) আওতায় NFSA-ভুক্ত প্রতিটি পরিবারকে অতিরিক্ত ৫ কেজি খাদ্যশস্য (চাল/গম) মাসিকভাবে দেওয়া হচ্ছে (যদি প্রযোজ্য)।
এবং বর্তমানে SPHH & AAY রেশন কার্ডে এক্সট্রা সামগ্রী প্রোভাইড করা হবে ।
• এক কিলো ভর্তুকিযুক্ত ময়দা ৩০ টাকা কিলো দরে।
উপসংহার
সংক্ষেপে — পশ্চিমবঙ্গের AAY, PHH/SPHH ও RKSY শ্রেণির কার্ডধারীরা উপরোক্ত অনুপাতের খাদ্যশস্য পেয়ে থাকে (চাল/গম/আটা বিকল্প হিসেবে)। বাস্তবে প্রতিটি পরিবারের পাওয়া পরিমাণ স্থানীয় বরাদ্দ ও বিতরণ ব্যবস্থার উপর নির্ভর করে।

