Ration Card

Ration card online apply new process 2022 | Ration card apply

Spread the love

নমস্কার বন্ধুরা আজ এই পোষ্টের মাধ্যমে আপনাদের বলবো 2022 এ আপনি নতুন রেশন কার্ডের জন্য কিভাবে অনলাইন আবেদন করবেন  |

আজকের যে টপিক নিয়ে আলোচনা করব : –

1.নতুন রেশন কার্ড করতে কি কি ডকুমেন্টস লাগবে?
2.কিভাবে অনলাইন আবেদন করবেন ?
3.আবেদন করার পর নতুন রেশন কার্ড হতে কতদিন সময় লাগবে?
4.অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে চেক করবেন ?
5.নতুন রেশন কার্ডটি আপনি কিভাবে অনলাইনে SAVE করবেন?

 

 

1.নতুন Ration Card করতে কি কি ডকুমেন্টস লাগবে?

i. Aadhar card/voter id card
ii.Mobile no

 

2.কিভাবে অনলাইন আবেদন করবেন ?

Official Website – https://wbpds.wb.gov.in

প্রথম আপনি আমার রেশন অ্যাপ টা Install করে নেবেন – Click Here 

 

তারপর এই অ্যাপ টা ওপেন করে নেবেন করে নেয়ার পর Ration Related Service অপশনে ক্লিক করবেন

 

তারপর Form-4 Add New Member এই অপশনে ক্লিক করবেন

 

এরপর আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন

 

তারপর আপনার মোবাইলে OTP আসবে

 

সেই OTP টা সঠিক ভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেয়ার পর Proceed button ক্লিক করবেন |

এরপর Dashboard টি খুলে যাবে

 

তারপর Form -4 Apply Online Option এ ক্লিক করবেন তারপর যার নতুন রেশন কার্ড করবেন তার সমস্ত Details ফিলাপ করবেন করার পর next বাটনে ক্লিক করবেন |

 

 

এরপর ডকুমেন্ট হিসেবে আপনি আধার কার্ড upload করে দেবেন |

আপলোড করার পর Next Button আপনি ক্লিক করে দেবেন | ক্লিক করার পর তারপর Conform Application Option আসবে

 

তারপর Get OTP Button এ ক্লিক করলে আপনার মোবাইলে OTP যাবে সেও OTP সঠিকভাবে বসানোর পর Submit button এ ক্লিক করে দেবেন |

 

 

এরপর Application Successfully ভাবে Submit হয়ে যাবে |

 

 

3.আবেদন করার পর নতুন রেশন কার্ড হতে কতদিন সময় লাগবে?

এই নতুন Ration Card  হতে আপনার 10 থেকে 15 দিন সময় লাগবে এই 10 থেকে 15 দিন পর আপনি অনলাইনে মাধ্যমে নতুন রেশন কার্ডটি SAVE করে নিতে পারবেন এবং আপনার Physical রেশন কার্ডটি পোষ্টের মাধ্যমে 1-2 মাসের মধ্যে আপনার Address এ চলে আসবে |

 

4.অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে চেক করবেন ?

প্রথমে আপনি Ration Card Official Website যাবেন |

 

এরপর E-CITIZEN অপশনে ক্লিক করবেন

 

ক্লিক করার পর Check Application Status অপশনে ক্লিক করবেন

 

এরপর আপনার Select Form Type Option Choose করবেন | এরপর আপনার মোবাইল নাম্বার বসে দেবেন বসে তারপর Search Button এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে Status Show হয়ে যাবে বর্তমানে কোন অবস্থায় আছে |

 

5.নতুন রেশন কার্ডটি আপনি কিভাবে অনলাইনে SAVE করবেন?

নতুন রেশন কার্ড SAVE করার জন্য প্রথমে আপনি রেশন কার্ড Official website যাবেন যাওয়ার পর SAVE E- Ration Card Option এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনার রেশন কার্ডের নাম্বার টা বানিয়ে দেবেন তারপর SAVE RATION CARD অপশনে ক্লিক করবেন আপনার রেশন কার্ডটি SAVE হয়ে যাবে |

For New Update Subscribe My Website …….

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *