Free solar scheme online Apply
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে কিন্তু গভারমেন্টের তরফ থেকে Free Solar Scheme স্কিম লঞ্চ করা হয়েছে | এর মাধ্যমে সবাই benefits পাবেন |
আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলবো :-
1. কারা কারা এই Free Solar Scheme জন্য আবেদন করতে পারবে?
2. কত টাকা খরচ হবে ?
3. আবেদন করলে বেনিফিট কি কি রয়েছে?
2. কিভাবে আবেদন করবেন?
1. কারা কারা এই Free Solar Scheme জন্য আবেদন করতে পারবে?
এই স্কিমের মাধ্যমে সবাই আবেদন করতে পারবেন | যারা গরিব যারা মধ্যবিত্ত সবাই আবেদন করতে পারবেন | এই স্কিমের জন্য 1 কোটি মানুষদের সোলার প্যানেল সরকারের তরফ থেকে প্রোভাইড করা হবে |
2. কত টাকা খরচ হবে ?
সোলার প্যানেল বসানোর খরচ:-
1kw খরচ – 47000 টাকা ,সরকারি সাবসিডি – 18000 টাকা
তাহলে আপনার খরচ – 29000 টাকা
3. আবেদন করলে বেনিফিট কি কি রয়েছে?
• এই স্কিমের জন্য আবেদন করে আপনি আপনার বাড়িতে সোলার প্যানেল বসাতে পারবেন কেবলমাত্র One-time আপনাকে পেমেন্ট করে সারা বছর আপনি ফ্রিতে ইলেকট্রিসিটি পাবেন |
• এবং 40% – 60% সাবসিডি ছাড় পাবেন |
2. কিভাবে আবেদন করবেন?
• প্রথমে এই official website visit করবেন- https://solarrooftop.gov.in/
• তারপর আপনাকে আপনার নাম এবং Consumer Id বসিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে |
• এরপর সেই আইডি দিয়ে আপনাকে লগইন করতে হবে |
• তারপর আবার আপনার personal সমস্ত details এবং আপনার Address এবং আপনার Identity details বসিয়ে তারপর আপনি কত কিলোওয়াট এর সোলার প্যানেল নিতে চান সেটা আপনাকে select করে আপনাকে অনলাইন আবেদন করতে হবে |
অনলাইন আবেদন করার পর এক মাসের মধ্যেই আপনি সোলার কানেকশন পেয়ে যাবেন বাড়িতে |
এইভাবে খুব সহজে আপনি অনলাইন আবেদন করে আপনার বাড়িতে সোলার প্যানেল বসাতে পারবেন |