How To Create Google Pay Business Account | Google Pay App
নমস্কার বন্ধুরা। আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের বলব যে google Pay Business Account কিভাবে আপনি অনলাইনে create করবেন | Business Account Create করলে আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে QR Code দেওয়া হবে । এবং সেই QR কোড যদি আপনি পেমেন্ট নেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন রকমের Cashback Offers পেতে পারবেন |
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :
1. কারা কারা এই Account করতে পারবেন?
2. Account Create করলে আপনার কি লাভ হবে?
3. কত দিনের মধ্যে ফ্রিতে QR CODE পাবেন ?
4. কি কি ডকুমেন্টস লাগবে?
5. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
1. কারা কারা এই Account করতে পারবেন?
Google pay Business Basically দোকানদারদের জন্য হয়ে থাকি কারণ তাদের দোকানে বিভিন্ন মানুষ অনলাইনে পেমেন্ট করার জন্য তাদেরকে এই সার্ভিস দেওয়া হয়ে থেকে গুগলের তরফ থেকে ।
কিন্তু যদি আপনি individual মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না |
2. Account Create করলে আপনার কি লাভ হবে?
Business Account তৈরি করেন তাহলে কিন্তু আপনি কাস্টমারের কাছ থেকে আপনি digital প্রেমেন্ট Accept করতে পারবেন | এবং বিভিন্ন প্রকারের আপনি অফার পাবেন এবং বিভিন্ন প্রকারের ক্যাশব্যাক অফার পাবেন তারা যখন আপনাকে অনলাইনে পেমেন্ট দেবে তখন কিন্তু বিভিন্ন রকম Google pay তরফ থেকে আপনাকে বিভিন্ন রকম ক্যাশব্যাক অফার প্রোভাইড করা হবে | এবং আপনার Business Google map এ Show হবে ।
Read More – Best Printer For Cyber Cafe in 2022
3. কত দিনের মধ্যে ফ্রিতে QR CODE পাবেন ?
অনলাইন আবেদন করার পর ২০ থেকে ২৫ দিনের মধ্যে পোস্টের মাধ্যমে QR code আপনার দোকানে চলে আসবে |
4. কি কি ডকুমেন্টস লাগবে?
• Aadhaar Card
• Pan card
• Mobile Number
• Bank Account
• Shop photo
• E-mail ID
• Leon Bet
Read More – GST Online Registration 2022
5. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
আবেদন করার জন্য প্রথমেই এই অ্যাপটি Google Pay Store থেকে ডাউনলোড করবেন – Click Here
তারপর এই অ্যাপে আপনার দোকানের সমস্ত details যেমন – আপনার দোকানের নাম থেকে শুরু করেই আপনার দোকানের Address, আপনার Address সমস্ত ডিটেলস বসিয়ে আপনাকে আবেদন করতে হবে।
কিভাবে আবেদন করবেন সেটা নিম্নে দেওয়া আছে 👇👇👇