How to Open Cyber Cafe Business | কম্পিউটার দোকান খুলতে চান?
নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের একটা পরিচিতি ব্যবসার কথা বলব সেই ব্যবসার নাম হচ্ছে – Cyber Cafe ব্যবসা অথবা কম্পিউটার দোকান |
2022 যদি আপনি একটা সাইবার ক্যাফ অথবা কম্পিউটার দোকান খুলতে চান তাহলে কিন্তু এই post টা সম্পূর্ন পড়ুন।
Cyber Cafe Business Open করে অনেক কাজ করা হয় যেমন -রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এবং বিভিন্ন কাজ এছাড়াও কিন্তু জেরক্স এবং ফটোর কাজ করে কিন্তু তারা প্রত্যেকে মাসে 15 হাজার থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারবেন ।
আজকের টপিক গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো:-
1. কিভাবে এবং কোথায় আপনি এই সাইবার ক্যাফ ব্যবসার আপনি স্টার্ট করবেন?
3. ব্যবসা Start করতে আপনারা কত টাকা খরচ করতে হবে?
4. কি কি জিনিসপত্র লাগবে?
5. সাইবার ক্যাফে কোন কোন কাজগুলো করতে পারবেন?
6. প্রতিমাসে কত টাকা ইনকাম করতে পারবেন?
7. এই ব্যবসায় উন্নতি করার কিছু গুরুত্বপূর্ণ টিপস?
1. কিভাবে এবং কোথায় আপনি এই সাইবার ক্যাফ ব্যবসার আপনি স্টার্ট করবেন?
• এই ব্যবসাটি করতে আপনার কোন বড় জায়গা লাগবে না এটা ছোট জায়গা হলে কিন্তু এই ব্যবসাটি আপনি যেখান থেকে স্টার্ট করতে পারবেন যদি আপনার নিজস্ব জায়গা না থাকে তাহলে ভাড়ায় জায়গায় নিয়ে আপনি এই বিজনেসটা করতে পারেন এবং স্কুল-কলেজের আশেপাশে এই ব্যবসা করতে পারেন | কারন স্কুল কলেজের ছেলে মেয়েরা জেরক্স করতে আসবে এবং বিভিন্ন রকম কিন্তু ফরম ফিলাপ করতে আসবে ।
এই সমস্ত কাজ করে একটা ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন । তবে আপনি যেই কাজ পারবেন না সেটা ইউটিউব এ সার্চ দিবেন সেখানে দেখে আপনি এই কাজগুলো করতে করতে পারবেন। তারপর যখন আপনি সব শিখে যাবেন তখন কিন্তু আপনি নিজে থেকে সব করতে পারবেন |
• এছাড়া পঞ্চায়েত অফিসের পাশে এই দোকান করতে পারেন সেখানে খুব ভালো চলবে । আপনি পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসের পাশে করলে ব্যবসা ভালো চলবে।
• এছাড়া ভিড় ভাট্টা এলাকায় অথবা যেখানে কোনো cyber cafe নেই সেখানে ভালো চলবে।
3. ব্যবসা Start করতে আপনারা কত টাকা খরচ করতে হবে?
কম্পিউটার দোকান শুরু করতে Minimum 50 হাজার টাকা লাগবে | প্রথমে শুরুতে আপনি 50 হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করুন তারপর কিন্তু ধীরে ধীরে আপনার ব্যবসাটা বাড়াবেন |
অথবা যদি আপনার বাজেট একটু বেশি থাকে তাহলে কিন্তু আপনি এক থেকে দু’লক্ষ টাকা দিয়ে আপনি কিন্তু ভালোভাবে একটা বড়সড় ভাবে ব্যবসাটা শুরু করতে পারেন |
Read More – Top 5 Business Ideas With Low Investment 2022
4. কি কি জিনিসপত্র লাগবে?
• Computer/Laptop
• All in Printer
• Xerox Machine (প্রথমে শুরুতে আপনি Xerox মেশিন না নিলেও চলবে তাও যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে Xerox Machine নিতে পারেন)
• Fingerprint scanner
• Receipt printer
• camera (যদি কম্পিউটার দোকানে ফটোর কাজ করেন তাহলে ক্যামেরা কিনবেন )
• lamination machine
• internet connection
5. এই সাইবার ক্যাফে কোন কোন কাজগুলো করতে পারবেন?
• online work (voter Card, aadhaar card, pan card, ration card, passport, driving license, etc)
• Aeps
• Lamination
• photo
• Xerox
• ticket booking (train, air)
• Color print
Read More – Best Printer For Cyber Cafe in 2022
6. প্রতিমাসে কত টাকা ইনকাম করতে পারবেন?
আপনি সাইবার ক্যাফে সমস্ত রকম কাজ করে প্রতিমাসে 15-20 হাজার টাকা ইনকাম করতে পারবেন |
এই সাইবার ক্যাফ বিজনেসে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কিন্তু ইনকাম করে আপনি যেই রকম কাজ করবেন বা যেই পরিমান কাজ করবেন সেরকম আপনার বেশি ইনকাম হবে | আপনি যে শুধু অনলাইনে কাজ করেন তাহলে ইনকাম টা কম হবে যদি আপনি অনলাইনে পাশাপাশি আপনি Photo তোলার কাজ করেন তাদের টাকা ইনকাম বেশি হবে | সেই ভাবে আপনি যে এই সমস্ত কাজ গুলি সমস্ত কাজ গুলি যদি করেন তাহলে কিন্তু প্রত্যেক মাসে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম হবে ।
7. এই ব্যবসায় উন্নতি করার কিছু গুরুত্বপূর্ণ টিপস?
আপনি এই ব্যবসার সঙ্গে School Stationary ব্যবসা শুরু করতে পারেন কারন যখন কেউ অনলাইনে কাজ করতে আসবে তখন কিন্তু স্টেশনারি যদি কিছু প্রোডাক্ট থাকে যেমন- পেন ,পেন্সিল,ফাইল,etc থাকে তাহলে সেগুলো কিন্তু মানুষ নিতে পারে সেখান থেকে extra ইনকাম হবে সেজন্য এই ব্যবসার পাশাপাশি আপনি স্টেশনারি কিছু প্রোডাক্ট রাখতে পারেন |
এই Cyber Cafe ব্যবসার সঙ্গে আপনি মোবাইল এক্সেসরিজ যেমন – (Mobile headphones,backcover,glass, charger) এই ব্যবসা শুরু করতে পারেন তাহলে কিন্তু ওখানে এক্সট্রা ইনকাম হবে ।
Website : | Click Here |
Telegram : | Click Here |
Youtube : | Click Here |