Business

GST Online Registration 2022 || GST registration process in bengali

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্ট মাধ্যমে আপনাদের বলব যে আপনি অনলাইনে মাধ্যমে কিভাবে GST Registration করতে পারবেন |

যারা যারা বর্তমানে 20 লক্ষ টাকার বেশি Turnover করে অথবা যারা এক State থেকে অন্য State – এ মাল নিয়ে যায় অথবা যারা E- Commerce Website যেমন- Amazon, Flipkart, Mantra etc website-এ যারা Product বিক্রি করে তাদের GST Number এর প্রয়োজন হয় |

আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :

1. GST Registration করতে কি কি ডকুমেন্টস লাগবে?

2. কাদের জন্য GST Number লাগে?

3. কিভাবে GST রেজিস্ট্রেশন করবেন?

4. কিভাবে স্ট্যাটাস চেক করবেন?

5. G.S.T নাম্বার জন্য কত টাকা খরচ হবে?

 

1. GST Registration করতে কি কি ডকুমেন্টস লাগবে?

• Pan Card
• Aadhaar Card
• Photo
• Address Proof
• Bank Account Details
• Mobile
• Email ID

 

2. কাদের জন্য GST Number লাগে?

G.S.T full From – Goods and Service Tax. । এর মাধ্যমে সরকার Tax নেয় ।

• যাদের বছরে ২০ লক্ষ টাকার বেশি Turnover হয় তাদের G.S.T নম্বর লাগে |

• যারা এক State থেকে অন্য State মাল ডেলিভারি করে তাদের G.S.T নম্বর লাগে |

• যারা e-commerce ওয়েবসাইট | যেমন – Flipkart, Amazon, Mantra এইসব অফিসের ওয়েবসাইটে যারা Product বিক্রি করে তাদের G.S.T নম্বর লাগে |

• এছাড়াও যাদের ব্যবসার কাজে যাদের Turnover বেশি হয় তাদের GST নম্বর লাগে |

 

Read More – How to Open Post office Franchise 2022

3. কিভাবে GST রেজিস্ট্রেশন করবেন?

• প্রথমে এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন – https://www.gst.gov.in/

• তারপর Service অপশনে ক্লিক করবেন |

• তারপর New Registration অপশনে ক্লিক করবেন |

• তারপর আপনার সমস্ত ডিটেইলস যেমন – আপনার নাম, আপনার আধার and আপনার প্যান কার্ড Details, আপনার Address Details এবং আপনার সমস্ত Details বসিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হবে |

• রেজিস্ট্রেশন করার পর যখন আপনার অ্যাপ্লিকেশন টা Aproved হয়ে যাবে | তখন কিন্তু সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি সার্টিফিকেট অনলাইন ডাউনলোড করতে পারবেন |

• কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে নিম্নে ভিডিও দেওয়া আছে 👇👇👇

 

4. কিভাবে স্ট্যাটাস চেক করবেন?

• প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে আসবেন –https://www.gst.gov.in/

• তারপর Track Application Status অপশনে ক্লিক করবেন |

• তারপর রেফারেন্স নাম্বার বসিয়ে আপনার স্ট্যাটাস টা চেক করতে পারবেন |

 

Read more – How to Open Cyber Cafe Business

5. G.S.T নাম্বার জন্য কত টাকা খরচ হবে?

GST Registration করে G.ST নাম্বার পাওয়ার জন্য আপনার এক পয়সাও খরচ হবেনা সম্পূর্ণ বিনামূল্যে আপনি G.S.T নাম্বার পেতে পারবেন |

আশাকরি বুঝতে পেরেছেন কিভাবে GST রেজিস্ট্রেশন করবেন কিভাবে G.ST নাম্বার পাবেন |

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *