How to Become a Airtel Retailer 2022 | Airtel Retailer Registration

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের পোষ্ট মাধ্যমে আপনাদের বলব যে 2022 এ কিভাবে আপনি Airtel Retailer হতে পারবেন আপনি একজন Airtel Retailer হয়ে কাস্টমার দের সমস্ত রকম সার্ভিস প্রোভাইড করে ভালো রকম টাকা ইনকাম করতে পারবেন |

আজকে যে Topic গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হল :-

1. Airtel Retailer হতে গেলে কি কি নথিপত্র লাগবে?
2. Eligibility কত দরকার?
3. কোন কোন Services Customerদের দিতে পারবেন?
4. কত কমিশন পাবেন?
5. আইডি নিতে কত খরচ হবে?
6. Lapu Sim এবং Activation Sim কোথায় পাবেন?
7. কিভাবে আইডি নেবেন?

1. Airtel Retailer হতে গেলে কি কি নথিপত্র লাগবে?

i. Aadhaar Card
ii. Pan card
iii. Airtel Sim
iv. Shop

2. Eligibility কত দরকার?

18+

3. কোন কোন Services Customerদের দিতে পারবেন?

Airtel Sim activation
Recharge
MNP

এবং বিভিন্ন রকম সার্ভিস আছে যেগুলো আপনি Customerদের Provide করতে পারবেন |

4. কত কমিশন পাবেন?

Sim activation – Sim activation করলে আপনাকে FRC অনুযায়ী কিন্তু আপনাকে কমিশন দেবে |
Recharge commision – আপনি একটি সিম রিচার্জ করলে 4-6% commision পাবেন |

 

Read More How to Become a Jio Retailer 2022

 

5. আইডি নিতে কত খরচ হবে?

Airtel Retailer আইডি নিতে বিভিন্ন Distributer বিভিন্ন রকম চার্জ নিয়ে থাকে | আমাদের এখানে এয়ারটেলের আইডি সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করে কিন্তু আপনি যখন Airtel Retailer আইডি নিবেন তখন Distributer সঙ্গে কথা বলে নেবেন | 2022 -এ মোটামুটি 200 থেকে 250 টাকা সমস্ত ডিস্ট্রিবিউটর নেয় |

6. Lapu Sim এবং Activation Sim কোথায় পাবেন?

Airtel Retailer আইডি দেওয়ার পর Distributer  আপনাকে একটি Airtel Sim Provide করবে ওই সিমটা হচ্ছে আপনার Lapu Sim | অথবা আপনার নাম্বারটা যদি এয়ারটেল Lapu সিমে Transfer করতে চান তো করতে পারেন কোন সমস্যা নেই ।

এবার আপনি কাস্টমারদের Sim Activation করবেন এই সিমটা Distributer কাছ থেকে কিন্তু আপনাকে সিমটা নিতে হবে এবং সেই সিমের মূল্য হচ্ছে 5/- টাকা।

7. কিভাবে আইডি নেবেন?

প্রথমত Airtel Retailer হতে গেলে আপনার এয়ারটেল Distributer নাম্বার এর প্রয়োজন সেই জন্য দুটি পদ্ধতির মাধ্যমে আপনি এয়ারটেল Distributer নাম্বারটা পেতে পারেন ।

Step – 1 আপনার Area বা আপনার নেয়ারেস্ট যে Airtel Retailer Shop আছে সেখানে গিয়ে Airtel Distributer নাম্বারটা নিতে পারেন | কারণ তার যে Distributer এবং আপনাদের Distributer একই | সেই জন্য আপনার যে Areaতে যে Airtel Retailer Shop আছে সেখানে গিয়ে Airtel Distributer নাম্বারটা নিতে পারেন এবং তার সঙ্গে যোগাযোগ করতে পারেন।

step- 2 আপনি Google এ সার্চ করবেন Airtel Store in my location
তারপর আপনার Location এ সমস্ত Airtel Store আপনার সামনে Show হয়ে যাবে | তারপর আপনি সেই Airtel Store এ Visit করবেন এবং সেখান থেকে আপনার লোকেশনে যে Airtel Distributer আছে তার নাম্বারটা সেখান থেকে নিতে পারেন ।

এই দুটো এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজেই Airtel Distributer নাম্বারটা নিতে পারবেন ।

Airtel Distributer নাম্বারটা নিয়ে আপনি তার সঙ্গে কন্টাক করবেন Contact করার পর Distributer  আপনার দোকানে আসবে তারপরে সমস্ত কিছু Verify করবে তারপর 7 থেকে 15 দিনের মধ্যে আপনার ID এবং Password টা আপনাকে Provide করে দেবে এবং আপনাকে Lapu Sim টা দিয়ে যাবে তারপর আপনি কাস্টমারদের Airtel Sim Activation এবং রিচার্জ এবং MNP সমস্ত কিছু করে ভালো রকম টাকা ইনকাম করতে পারবেন |

Read More – Airtel Payment Bank BC Agent 2022

 

Website :  Click Here
Telegram :  Click Here
Youtube :  Click Here

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *