BusinessOnline

Trade License apply online || Trade Licence apply west bengal

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে 2023-24 এ Trade License Certificate অনলাইন আবেদন করতে পারবেন ।

 

আজকে কি টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো:-

1. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

2. আবেদন করতে কত টাকা খরচ হবে?

3. কিভাবে আবেদন করবেন?

4. আবেদন করার পর স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

5. কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন?

 

1. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

Aadhar card

Land record

Mobile number

 

2. আবেদন করতে কত টাকা খরচ হবে?

Trade License Certificate  আবেদন করার জন্য 150 টাকা আবেদন করতে পারবেন |

 

3. কিভাবে আবেদন করবেন?

• প্রথমে এই Official website ভিজিট করবেন – https://prdeodb.wb.gov.in

• তারপর Trade Licence অপশন এ ক্লিক করবেন |

• তারপর আপনার সমস্ত ডিটেইলস বসাতে হবে যেমন- আপনার নাম ,আপনার বাবার নাম ,আপনার Address, এবং আপনার সমস্ত ডিটেলস বসিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন টা Apply করতে হবে |

• এবং আপনার Identity proof এবং land record আপনাকে আপলোড করতে হবে |

• সমস্ত ডিটেলস বসিয়ে এবং ডকুমেন্টস আপলোড করে সাবমিট করে দিলেই আপনার অনলাইন From ফিলাপ হয়ে যাবে |

 

4. আবেদন করার পর স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

• প্রথমে এই অফিসের ওয়েবসাইট ভিজিট করবেন – https://prdeodb.wb.gov.in

• তারপর Track Application Status অপশনে ক্লিক করবেন |

• তারপর enrollment নাম্বার অথবা আধার নম্বর অথবা মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন |

 

5. কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন?

• সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এই অপশনে ক্লিক করবেন – https://prdeodb.wb.gov.in

• তারপর আপনার Enrollment নাম্বার বসাবেন |

• তারপর আপনার trade License Certificate ডাউনলোড করতে পারবেন |

• এইভাবে আপনি অনলাইনে Trade Licence Certificate এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন |

Read more…….


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *