Aadhaar Card

How To Open Aadhaar Seva Kendra 2024 | Aadhar Center Apply

Spread the love

2024 এ আধার সেন্টার খুলতে চান কি করে খুলবেন ?

  • 2024 এ আধার সেন্টার খুলে আপনি নতুন আধার কার্ড ,বায়োমেট্রিক আপডেট ,ফিঙ্গারপ্রিন্ট আপডেট, নাম সংশোধন, বাবার নাম সংশোধন , আধার কার্ড এর সমস্ত কাজ এবং সংশোধন সবকিছু কাজ করে আপনি প্রত্যেক মাসে 50 থেকে 70 হাজার টাকা ইনকাম করতে পারবেন |

        Topic

      1.আধার সেন্টার খোলার জন্য কি কি ডকুমেন্টস লাগবে ?
      2.কিভাবে আধার সেন্টার খুলবেন ?
      3. কি কি উপকরণ লাগবে ?
      4.কত টাকা ইনভেস্ট করতে হবে ?

 

1.আধার সেন্টার খোলার জন্য ডকুমেন্টস :- 
    i.CSC ID
    ii.BANK BC CODE
    iii.AADHAR SUPERVISOR CERTIFICATE

 

AADHAR SUPERVISOR CERTIFICATE Apply Exam – Click Here 

 

2. কিভাবে আধার সেন্টার খুলবেন ?

 

UAIDI Official Twitter – https://twitter.com/UIDAI/status/1569972051787796480?s=20&t=CrhwYxUaBpEFnt02wWkADQ

 

আধার সেন্টার দু রকমের হয় –
i. Biometric aadhaar center
ii.Demographic aadhar center

 

 

i.Biometric aadhaar center

  • বায়োমেট্রিক আধার সেন্টার এর  মাধ্যমে আধার কার্ডে সমস্ত কাজ করতে পারবেন | এই সেন্টারের মাধ্যমে নতুন আধার কার্ডের কাজ থেকে আধার কার্ড এর সমস্ত কাজ এই সেন্টারের মাধ্যমে করতে পারবেন |
  • যেমন – নতুন আধার কার্ড, Fingerprint update এবং আধার কার্ডের সমস্ত সংশোধন এই সেন্টারের মাধ্যমে করতে পারবেন | আপনি যদি বায়োমেট্রিক আধার সেন্টার নিতে চান তাহলে কিন্তু আপনাকে ব্যাংকের সঙ্গে ভালো যোগাযোগ থাকতে হবে কারণ এই বায়োমেট্রিক আধার সেন্টার ব্যাংকের মাধ্যমে Provide করা হয় |
  • যদি আপনার ব্যাংকের সঙ্গে ভালো যোগাযোগ থাকে তাহলে কিন্তু এই সেন্টার খুব সহজে আপনি পেয়ে যাবেন |

 

এছাড়াও এখন UTI এর মাধ্যমে এই আধার সেন্টার কিন্তু দেওয়া হচ্ছে |

 

First UTI এর অফিশিয়াল ওয়েবসাইট যাবেন |

  • তারপর এই লিঙ্কটা ক্লিক করবেন

  • Next  Nearest Aadhaar canter choose  করবেন |
  • তারপর আপনার সামনে আধার সেন্টার এর Address show হবে | এই সেন্টারে গিয়ে আপনি যোগাযোগ করবেন সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে তারপর সেখান থেকে আপনি আধার সেন্টার নিতে পারবেন |

ii.Demographic aadhaar center

  • এই সেন্টার খুলে আপনি বায়োমেট্রিক কাজগুলো করতে পারবেন না  | যেমন – নতুন আধার কার্ড করতে পারবেন না , ফিঙ্গারপ্রিন্ট আপডেট করতে পারবেন না এবং বায়োমেট্রিক আপডেট করতে পারবেন না কিন্তু আপনি এখান থেকে সমস্ত রকমের সংশোধন গুলি করে নিতে পারবেন | যেমন –  নাম সংশোধন , বাবার নাম সংশোধন , DOB সংশোধন , Address সংশোধন এই কাজগুলো আপনি করতে পারবেন এই সেন্টারের মাধ্যমে |
  • এই সেন্টার আপনি  CSC মাধ্যমে আবেদন করতে পারবেন | এই সেন্টারের মাধ্যমে আবেদন করার পর কিন্তু এই সেন্টার আপনি পেয়ে যাবেন |
  • আবেদন করার জন্য প্রথমে কিন্তু এই Eseva Official ওয়েবসাইট যাবেন |
  • অ্যাপ্লিকেশন সঠিকভাবে ফিলাপ করার পর সাবমিট করে দেবেন
  • Submit করার পর আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেবে সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি Status Check  করতে পারবেন |
  • তারপর কিছুদিন এরপর আপনার অ্যাপ্রুভ হয়ে গেলে আপনাকে আইডি-পাসওয়ার্ড provide করবে |
  • তারপর আপনি ডেমোগ্রাফি আধার সেন্টার খুলতে পারবেন |

 

3.আধার সেন্টার খোলার জন্য উপকরন সমুহ : – 

1.Computer/laptop (I5 processor ,5 GB hard disk,8 GB ram)
2.fingerprint scanner
3.biometric scanner
4.eye scanner
5.printer
6.shop

4. আধার সেন্টার খুলতে গেলে কত টাকা ইনভেস্ট করতে হবে : –

  • আধার সেন্টার খুলতে গেলে সবকিছু মিলিয়ে আপনি 1 থেকে 2 লক্ষ লক্ষ টাকা কিন্তু খরচ হবে |

 

Aadhar Center Provide Company – https://uidai.gov.in/aadhaar_dashboard/ea.php

 

আশা করি আপনারা বুঝতে পেরেছেন

কিভাবে আপনি আধার সেন্টার খুলবেন ?

কি কি ডকুমেন্টস লাগবে এবং

কত টাকা ইনভেস্ট করতে হবে এবং

কিভাবে আবেদন করবেন ?

                                                          Subscribe My Website For New Update . Thank You

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *