How To Open CSP Center 2023 || How To Apply State Bank csp

Spread the love

2023 এ কি করে যেকোনো ব্যাংকের CSP খুলবেন ?

প্রথম বলবো CSP মানে কি? 

CSP মানে Customer Service Point (গ্রাহক সেবা কেন্দ্র)
এক কথায় বলতে গেলে যেকোনো Bank এর শাখা | Bank এ যে সব কাজ হয় সেই সব কাজ গুলি এই CSP নিয়ে করতে পারবেন | Bank যেসব কাজ গুলি হয় আপনি ও তার প্রায় 80-90% কাজ করতে পারবেন এই CSP নিয়ে |

আপনি দেখেছেন বিভিন্ন ব্যঙ্কের CSP গুলিতে Customer দের বিভিন্ন Service দেওয়া হয়|  যেমন – New account Opening ,Cash Deposit ,Cash Withdrawal, Money transfer, and বিভিন্ন রকমের Insurance যেমন – PMSSY,PMJJBY ইত্যাদি | এই সব Service দিয়ে প্রতি মাসে 20 -25 হাজার টাকা ইনকাম করেন | তাই এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের শেয়ার করব যে আপনারাও কিভাবে CSP নিয়ে প্রতি মাসে 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন |

 

আজকের যে Topic নিয়ে আলোচনা করবো : – 

1.CSP কি ?
2. CSP খুলে কি কি বেনিফিট পাবেন ?
3 CSP খুলে কাস্টমারদের কোন কোন Service Provide  করতে পারবেন ? 
4. CSP খুলতে কি কি ডকুমেন্টস লাগবে ?
5. CSP খুলে কত টাকা ইনকাম করতে পারবেন ?
6. CSP খুলতে কত টাকা Invest করতে হবে ?
7. CSP জন্য কিভাবে আবেদন করবেন ?

1. CSP কি ?

  • CSP মানে Customer Service Point  যাকে বাংলায় বলে (গ্রাহক সেবা কেন্দ্র) | CSP হলো যেকোনো ব্যাংকের একটি মিনি কাউন্টার যেখানে ব্যাংকের মতই কাস্টমারদের সমস্ত সার্ভিস প্রোভাইড করা হয় | যেমন – নতুন অ্যাকাউন্ট তৈরি, টাকা জমা দেওয়া , টাকা তোলা, Money Transfer, বিভিন্ন রকমের ইন্সুরেন্স, বিভিন্ন রকমের লোনের সুবিধা এছাড়া একাউন্ট চেক এবং পাস বই প্রিন্টিং ইত্যাদি এইসব সুবিধাগুলি Customer দের Provide করা হয় CSP এর মাধ্যমে |

 

2. এবার CSP খুললে কি কি বেনিফিট পাবেন ?

  • তো প্রথম বলবো CSP খুললে সবার সুবিধা যেমন কাস্টমারের সুবিধা তেমনি আপনার একটা ইনকামের পথ খুলে যাচ্ছে আপনি একটি ইনকাম করতে পারবেন এবং ব্যাংকের সুবিধা কারণ আপনারা দেখেছেন যে সরকারি ব্যাংকগুলোতে প্রচুর পরিমাণে ভীড় হয় | কিন্তু এই CSP খোলার পর সেটা কিছুটা হলেও কমবে সেই জন্য ব্যাংকের ও সুবিধা |

3 CSP খুলে কাস্টমারদের কোন কোন Service Provide  করতে পারবেন ? 

  • CSP খুলে ব্যাংকে যেসব কাজগুলো হয় যেমন – নতুন অ্যাকাউন্ট তৈরি,টাকা তোলা ,টাকা জমা, বিভিন্ন ইন্সুরেন্স – PMSSY,PMJJBY এবং বিভিন্ন রকমের Loan যে ব্যপারগুলো এবং Passbook প্রিন্টিং এবং আধারের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক ইত্যাদি এই সমস্ত রকম কাজ কিন্তু আপনি CSP খুলে কাস্টমারদের প্রোভাইড করতে পারবেন |

 

4. এবার কি কি ডকুমেন্টস লাগবে ?

1. ব্যাংকের ম্যানেজারের কাজ থেকে অথরাইজড লেটার
2. আপনার পুলিশ ভেরিফিকেশন ক্যারেক্টার সার্টিফিকেট
3. Photo
4. Pan card
5. Aadhaar card
6. Bank a/c
7. আপনার দোকানের কিন্তু Proved লাগবে ঠিক আছে যদি আপনি নিজস্ব দোকান হয় তাহলে রেকর্ড অথবা দলিল Submit  করতে পারেন অথবা যদি Rent এর হয় তাহলে কিন্তু Rent Copy আপনাকে Submit করতে হবে |
8. Resident proof
9. 18 +
10 . 12 pass

এই ডকুমেন্টস থাকলে আপনি CSP এর জন্য আবেদন করতে পারবেন |

 

5. CSP খুলে কত টাকা ইনকাম করতে পারবেন ?

সরকারি ব্যাংকগুলোতে যেভাবে প্রত্যেক মাসিক বেতন হয় সেই ভাবে কিন্তু আপনারা বেতন পাবেন না তাহলে আপনার ইনকাম কিভাবে করবেন ?
আপনি যত ট্রানজেকশন করবেন সেই ট্রানজেকশন উপরে আপনাকে 0.4 শতাংশ 0.5 শতাংশ এবং 0.6 শতাংশ কমিশন দেবে | ধরুন আপনি প্রত্যেকদিন দু লক্ষ টাকার ট্রানজেকশন করেন টাকা জমা এবং তোলা নিয়ে তাহলে কিন্তু মোটামুটি প্রত্যেক দিন 1000 টাকা কিন্তু ইনকাম হবে |

এছাড়াও অ্যাকাউন্ট চেক ,বিভিন্ন রকমের ইন্সুরেন্স, বিভিন্ন রকমের লোনের সুবিধা এবং ATM খোলা এছাড়াও অন্যান্য কাজগুলোতে বিভিন্ন রকমের কমিশন আছে তো সবমিলিয়ে প্রত্যেক মাসে 20 -30 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন |

6. CSP খুলতে কত টাকা Invest করতে হবে ?

তো আপনার একটি ল্যাপটপ লাগবে এবং আপনার কি ফিঙ্গারপ্রিন্ট মেশিন লাগবে একটি প্রিন্টার লাগবে এবং পুরো একটা  Setup লাগবে | এই সরঞ্জামগুলি কিন্তু আপনাকে ব্যাংক থেকে প্রোভাইড করবে না | এটা কিন্তু আপনার নিজের পয়সায় কিনতে হবে তো সেই জন্য সবকিছু মিলিয়ে ধরতে গেলে 50 হাজার থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে |

 

7. CSP জন্য কিভাবে আবেদন করবেন ?

CSP এর জন্য আবেদন 2 ধরনের হয়
Online /Offline

  • কিন্তু আমি তোমাদের বলবো offline এ আবেদন করতে | কারন অনলাইন এ প্রচুর প্রতারণা এর শিকার হয় প্রচুর মানুষ কারণ তারা সরাসরি যে কোন কোম্পানির সঙ্গে কন্টাক করে এবং সেই কোম্পানি কিন্তু তাদের বলে যে আমি তোমাদের CSP দিয়ে দেবো সেই জন্য অনলাইনে টাকা পেমেন্ট করতে হবে সেজন্য অনেকে অনলাইনে পেমেন্ট করে দেয় এবং তারপর তাদের CSP আইডি দেয় না | এইভাবে কিন্তু বহু মানুষ প্রতারণা এর শিকার হয়েছে |
  • আমি আপনাকে বলবো যে অনলাইনে না করে আপনি অফলাইনে আবেদন করবেন | ফাস্ট আপনি যেই ব্যাংকের CSP নিতে চান সেই ব্যাংকের ব্রাঞ্চ আপনি যাবেন | ব্রাঞ্চে যাওয়ার পর সেই ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলবেন কারণ হচ্ছে এই CSP পাওয়ার জন্য ব্যাংকের ম্যানেজার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে | কারণ এই CSP নেওয়ার জন্য আপনাকে কিন্তু ব্যাংকের ম্যানেজার কাছ থেকে একটা Authorise latter নিতে হয় | এই Authorise লেটার ছাড়া কোন কোম্পানির ক্ষমতা নেই আপনাকে সিএসপি Provide করবে | সেই জন্য আপনি কোন কোম্পানির সঙ্গে কন্টাক করার আগে যেই ব্যাংকের সিএসপি নিতে চান সেই ব্যাংকের ম্যানেজার সঙ্গে আগে কন্টাক করুন |
  • তারপর ম্যানেজার হ্যাঁ বললেই তারপর কোম্পানির সঙ্গে কন্টাক করবেন এবার কোন কোম্পানিতে কন্টাক করবেন ? তো আপনি ম্যানেজারকে বলবেন যে সেই ব্যাংক কোন কোম্পানি Provide করে সেটা জিজ্ঞাসা করে নেবেন তারপরে কিন্তু সেই কোম্পানির সঙ্গে আপনি কন্টাক করার পর তারপর আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু টাকা পেমেন্ট করবে ঠিক আছে তো আপনি প্রথমে আইডি-পাসওয়ার্ড  নেবেন তারপর কিন্তু টাকা পেমেন্ট করবেন |
  •  আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু যে ব্যাংকের সিএসপি নেবেন সেই ব্যাংকের ম্যানেজার সঙ্গে আপনার যোগাযোগ  ভালো থাকা প্রয়োজন কারণ ম্যানেজার Authorise লিটার দেবে এবং আপনার দোকান কিন্তু ভেরিফাই করতে আসবে |

 

Subscribe My Website For New Update …….

   


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *