BANKING

NSDL Payment Bank CSP কিভাবে নিতে পারবেন ? NSDL Bank CSP Open

Spread the love

নমস্কার বন্ধুরা, আপনি যদি CSP নিয়ে প্রত্যেক মাসে ১০ থেকে ১৫ টাকা আপনি ইনকাম করতে চান তাহলে এই পোস্টটি মনযোগ সহকারে পড়ুন |
আজকের পোস্টের মাধ্যমে আপনাদের বলব আপনি NSDL Payment Bank CSP কিভাবে নিতে পারবেন ?

আজকে যে টপিকের নিয়ে আলোচনা করব সেগুলি হল :

1. কি কি নথিপত্র লাগবে ?
2.Eligiblity Criteria ?
3. কি কি ইকুপমেন্ট লাগবে?
4. কোন কোন সার্ভিস প্রোভাইড করতে পারবেন?
5. কিভাবে CSP নেবেন?
6. CSP নিতে কত টাকা খরচ হবে?

 

1. কি কি নথিপত্র লাগবে ?

i. Passport photo
ii. Pan card
iii. Aadhaar card
iv. Address Proof (Residential)
v. Shop Proof
vi. Education Proof
vii. IIBF Certificate

 

2.Eligiblity Criteria ?

i. আপনার 18+ বয়স হতে হবে
ii.আপনার কম্পিউটারের Knowage থাকতে হবে |
iii.CSP – এর জন্য আপনার একটি দোকান থাকা অবশ্যই দরকার।
iv.Minimum মাধ্যমিক পাস করতে হবে

 

3. কি কি ইকুপমেন্ট লাগবে?

i. আপনার অবশ্যই একটা দোকান থাকা দরকার
ii. একটি কম্পিউটার /Laptop দরকার
iii. Printer
iv. Wifi/internet Connection
v. FingerPrint Machine

 

4. কোন কোন সার্ভিস প্রোভাইড করতে পারবেন?

i.  Account Opening
ii. Cash Withdrow
iii. Cash Deposit
iv. Money Transfer
v.  Bill Payment
vi. Insurence Service
vii. AEPS
viii. Recharge

 

5. কিভাবে CSP নেবেন?

প্রথমে আপনি NSDL Payment Bank Official Website -এ চলে যাবেন – Click Here 
এখানে আসার পরে About Us অপশনে ক্লিক করবেন | এখানে ক্লিক করলে আপনি এই ব্যাংকের সম্বন্ধে সমস্ত Details জানতে পারবেন যে এই ব্যাংকটি কবে থেকে আছে বা কবে থেকে ব্যাংকটি Start হয়েছে সমস্ত কিছু A-Z Information পাবেন।

আপনি ২টি Step -এর মাধ্যমে NSDL Payment Bank CSP পেতে পারেন |

 

Step -1 এরপর আপনি Contact Us অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এই ব্যাংকের Main Branch Address Show হবে | আপনি এই Address গিয়ে Contact করতে পারেন অথবা এখানে Gmail ID এবং Help line Number দেওয়া আছে এখানে আপনি কল করে আপনি বিস্তারিত জানতে পারেন |

এবং এই ব্যাংকের Address এ আপনি Visit করে সেখানে আপনি সি.এস.পি নেওয়ার জন্য আবেদন করবেন | তারা আপনার সমস্ত ডকুমেন্টস Verify করবে দেখবে তারপর যদি তাদের মনে হয় যে আপনি Eligible তাহলে কিন্তু আপনাকে NSDL Bank CSP Provide করবে।

 

Step -2 এরপর Locate Us অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে আপনার Nearast পেমেন্ট ব্যাংকের CSP লিস্ট Show হবে | সেখানে গিয়েও তাদের কাছে যোগাযোগ করতে পারেন যে তারা কিভাবে CSP টা নিয়েছে বা কত টাকা খরচ হয়েছে সেখান থেকে আপনি Information নিতে পারেন।

এই ব্যাংকের CSP নিতে আপনার খুব বেশি কষ্ট করতে হবে না খুব সহজেই এ ব্যাংকের CSP নিতে পারবেন যদি আপনার এলাকায় এই ব্যাংকের CSP না থাকে।

তো এই কয়েকটি স্টেপের মাধ্যমে আপনি NSDL Bank -এর CSP নিতে পারেন এবং এটা Ganuin/Safe পদ্ধতি |

 

6. CSP নিতে কত টাকা খরচ হবে?

আপনি যখন NSDL পেমেন্ট ব্যাংকের Main ব্রাঞ্চে যাবেন সেখানে গিয়ে যখন তাদের সঙ্গে Contact করবেন তখন তারা বলবে যে বর্তমানে এই ব্যাংকের CSP জন্য তারা কত টাকা নিচ্ছে তারা কিন্তু বলবে | অথবা আপনি Nearest NSDL CSP তে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন যে তাদের কাছ থেকে কত টাকা নিয়েছে | সেখান থেকে আপনি জানতে পারেন যে, মোটামুটি আপনার কত টাকা খরচ হবে |

আশা করি বুঝতে পেরেছেন যে আপনি NSDL Payment Bank CSP কিভাবে নেবেন এবং এবং গেলে কি কি ডকুমেন্ট লাগবে এবং কতটা খরচ হবে সেটা কিন্তু বলে দিলাম | যদি কোন Problem হয় অথবা কোন বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানান এবং এই পোস্টটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে পোস্টটি বন্ধুর সাথে শেয়ার করে দিন | Thank You…..

এরকম নিত্যনতুন আপডেট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটকে সাবস্ক্রাইব করে রাখুন…

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *