Online

Post Office Retailer ID Registration 2022 | Post Office Retailer ID Free

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের জানাবো যে পোস্ট অফিসের তরফ থেকে নতুন Post Office Retailer ID Registration করা হচ্ছে | এখানে কি করে রেজিস্ট্রেশন করবেন এবং কি কি সুবিধা পাবেন?

আজকে যে টপিক গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো :-

1.Post Office Retailer ID কিভাবে Registration করবেন?
2.Registration করতে কি কি Documents লাগবে?
3.পোস্ট অফিস Retailer ID নিতে কত খরচ হবে?
4.Retailer ID নিয়ে আপনি কি কি সুবিধা পাবেন অথবা কোন কোন সার্ভিসের সম্বন্ধে আপনি জানতে পারবেন?

 

1.Post Office Retailer ID কিভাবে Registration করবেন?

প্রথমে আপনি পোস্ট অফিসের Official Website Visit করবেন |
তারপর Retail Register অপশনে ক্লিক করবেন |

এরপর এখানে আপনার সমস্ত Details বসতে হবে যেমন- User ID, Name, Address, Email, Mobile No
সমস্ত Details বসানোর পর Terms and Conditions Accept করে Register Button Click করবেন |

Register Button ক্লিক করার পর আপনার Registration টা Success হয়ে যাবে এবং আপনাকে একটি ID এবং Password প্রোভাইড করা হবে | এই ID Password আপনাকে Email এবং আপনার মোবাইল নাম্বারে SMS -এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে | এই ID Password দিয়ে আপনি Login করতে পারবেন |

 

2.Registration করতে কি কি Documents লাগবে?

i.Aadhaar Card(Address Proof)
ii.Mobile No
iii.Email ID
এই কয়টি Documents যদি আপনার থাকে তাহলে আপনি Post Office Retailer ID জন্য Registration করতে পারবেন |

 

3.পোস্ট অফিস Retailer ID নিতে কত খরচ হবে?

এই Post Office Retailer ID জন্য আপনাকে এক টাকাও খরচ করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে এই Retail ID Registration করতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে ID-Password পাবেন |

 

4.Retailer ID নিয়ে আপনি কি কি সুবিধা পাবেন অথবা কোন কোন সার্ভিসের সম্বন্ধে আপনি জানতে পারবেন?

i.যদি আপনি কোনো Documents যেমন – আধার কার্ড যদি আপনি পোস্ট অফিসের মাধ্যমে অর্ডার করেন তাহলে সেই আধার কার্ড ঠিক কতদূর পর্যন্ত এলো সেটা এখান থেকে Track পারবেন | আপনি যে কোন ডকুমেন্টস এখান থেকে Track করতে পারবেন যে Documents কতদূর পর্যন্ত এসেছে |

ii.Post Office Stemp Buy করতে পারবেন |

iii.Post Office Account Opening কিভাবে করবেন তার Details জানতে পারবেন |

iv.Post Office Doorstep Service (aadhar service,Account Opening,Aadhaar Mobile Link ) ইত্যাদি Service আপনি বাড়িতে বসেই লাভ ওঠাতে পারবেন |

v.পোষ্টের মাধ্যমে যেকোনো Document ,Latter এক জায়গা থেকে অন্য জায়গা পাঠাতে পারবেন |
vi.এছাড়া ও বিভিন্ন Service এর লাভ ওঠাতে পারবেন |

আশা করি বুঝতে পেরেছেন Post Office Retail ID কিভাবে Registration করবেন এবং কি কি সুবিধা পাবেন |

 

Subscribe My Website For New Update …


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *