Business

How to Open Post office Franchise 2022 || Post office Franchise

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে আপনি কিভাবে 2022 -এ একটি Post office Franchise খুলতে পারবেন এবং কিভাবে এই Post office Franchise খুলে আপনি পোস্ট অফিসের বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে প্রত্যেক মাসে 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করতে পারবেন |

আজ কিছু টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হল :-

1. Post office Franchise কি?

2. Post office Franchise নিতে গেলে কি কি Documents লাগবে?

3. Eligibility criteria?

4. কত টাকা খরচ হবে?

5. আপনি কোন কোন সার্ভিস Provide করতে পারবেন?

6. প্রত্যেক সার্ভিসে কত কমিশন পাবেন?

7. কিভাবে Franchise নেবেন?

 

1. Post office Franchise কি?

যারা বর্তমানে বেকার এবং যারা কোন কাজ করেন না সেই কথা মাথায় রেখে ভারত সরকারের তরফ থেকে বর্তমানে পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে | আপনি এই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাস্টমারদের পোস্ট অফিসের বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে ভালো রকম টাকা ইনকাম করতে পারবেন ।

বর্তমানে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় পোস্ট অফিস আছে । কিন্তু এখনো পর্যন্ত অনেক জায়গা আছে যেখানে বর্তমানে কিন্তু পোস্ট অফিস Franchise নেই | সেখানে আপনি ফ্র্যাঞ্চাইজি খুলে পোস্ট অফিসের সমস্ত রকম সার্ভিস কাস্টমার প্রোভাইড করতে পারবেন | এবং ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন।

 

Read More – India Post Payment Bank CSP Open 2022 

 

2. Post office Franchise নিতে গেলে কি কি Documents লাগবে?

• Aadhar card
• Pan Card
• Education certificate
• Residential Certificate
• Shop Registration Certificate/Rent Certificate
• Photo
• Signature

 

3. Eligibility criteria?

• Shop
• 18+
• 8 Pass
• যদি আপনার পরিবারে কেউ পোস্ট অফিসে কোনো কাজে নিযুক্ত থাকে তাহলে কিন্তু আপনি পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি পাবেন না |

4. কত টাকা খরচ হবে?

• যদি আপনি পোস্ট অফিসে ফ্র্যাঞ্চাইজি নিতে চান তাহলে কিন্তু আপনাকে 5000 টাকা খরচ হবে ।
এই টাকাটা তখনই নেবে যখন কিন্তু আপনার ফ্র্যাঞ্চাইজি টা Approved হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এই 5000 টাকা টা দিতে হবে |

• এরপর আপনাকে পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে যখন সমস্ত রকম Product রাখতে হবে এবং আপনার দোকান আপনাকে ভাল ভাবে সাজাতে হবে এবং প্রিন্টার ও বিভিন্ন রকমের Equipment লাগবে | সব মিলিয়ে মোটামুটি 1 লক্ষ টাকা আপনার লাগতে পারে এই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি খুলতে |

 

Read More – NSDL Payment Bank CSP কিভাবে নিতে পারবেন ?

 

5. আপনি কোন কোন সার্ভিস কাস্টমার Provide করতে পারবেন?
  • Sale of stamps and stationery.
  • Booking registered articles, speed post articles, money orders.
  • Functioning as an agent for Postal Life Insurance (PLI) and providing related after-sales services, including a collection of premiums.
  • Retail services like bill/tax/fine collection/payment services of the Department.
  • Facilitating the provision of e-governance and citizen-centric services.
  • Any other service introduced by the Department in future through its outlets.

 

6. প্রত্যেক সার্ভিসে কত কমিশন পাবেন?
NO SERVICES COMMISSION
1 Booking of Registered Articles Rs.3.00
2 Booking of Speed Post Articles Rs.5.00
3 Booking of Money Orders:
(i) with the value of Rs.100/- to Rs’2001
(ii) with a value above Rs 200l
Provided Franchise Agents will not book any
money order for a value less than Rs’1001
Rs.3.50
Rs.5.00
4 Booking of Register
Post Articles and SPeed
post articles beyond 1000 articles
20% additional commission
for respective articles
5 Sale of Postage stamps an
stationery
5% of the sale amount
6 Monthly Business (from Registered Parcel
and Speed Post Parcel, seParatelY)

Up to Rs 5,00,0001
Rs 5, 00,001 /- to 25,00,000/
Rs 25000- to 1,00,00,000/-
Rs 1,00,00, OO’1 /- to 5,00,00,000/
above Rs 500,00,000/
10% – 30%

 

 

 

Read More – BOB Aadhaar Center Apply 2022

7. কিভাবে Franchise নেবেন?

• ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য প্রথমে অ্যাপ্লিকেশন Annexure- I PDF ডাউনলোড করবেন – Click Here 

• তারপর আপনাকে Annexure-I ফর্মটা আপনাকে ফিলাপ করতে হবে | এখানে আপনার নাম ,আপনার বাবার নাম, আপনার Date of birth এবং আপনার Address সমস্ত কিছু Details বসিয়ে আপনাকে From ফিলাপ করতে হবে |

• ফর্মটা ফিলাপ করার পর তারপরেই অ্যাপ্লিকেশন ফর্ম এর সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্টস Attached করে আপনাকে পোস্ট অফিসের Main Branch- এ গিয়ে জমা করে দিয়ে আসতে হবে |

• অ্যাপ্লিকেশন ফর্ম টা Approved হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনাকে Annexure-II ফর্মটা আপনাকে ফিলাপ করতে হবে |

• এবং তারপর আপনাকে ট্রেনিং শেখানো হবে ট্রেনিং শেখানোর পর তারপরে আপনার আইডিটা Activate করে দেওয়া হবে ।

• তারপর আপনি Post office Franchise খুলে কাস্টমার বিভিন্ন সার্ভিস প্রোভাইড করতে পারবেন | এবং প্রতি মাসে ১০-১৫ হাজার টাকা ইনকাম করতে পারবেন।

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *