Online

HSRP Number plate online Apply || High Security Registration Plate

Spread the love

নমস্কার বন্ধুরা তো আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু যাদের চার চাকা এবং দুই চাকার গাড়ি রয়েছে তাদের সবাইকে বর্তমানে HSRP নাম্বার প্লেট পাল্টাতে হচ্ছে। যদি আপনার এই গাড়িতে High Security Registration Plate না পাল্টান তাহলে কিন্তু আপনার গাড়িতে জরিমানা দিতে হবে |

 

আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলি হলো :-

1. হাই সিকিউরিটি নম্বর প্লেট কী?

3. কাদের কাদের এই নাম্বার প্লেট লাগাতে হবে?

3. Number Plate লাগাতে কত খরচ হবে?

4. HSRP নাম্বার প্লেট কিভাবে লাগাবেন?

 

1. হাই সিকিউরিটি নম্বর প্লেট কী?

এই নম্বর প্লেটগুলো তৈরি করা হয় অ্যালুমিনিয়াম দিয়ে। এই নম্বর প্লেট গুলি ১০টি অক্ষর ও সংখ্যার সমন্বয়ে গঠিত হয়। প্রথম ২টি অক্ষর নির্দেশ করে রাজ্যের নাম। যেমন WB বলতে পশ্চিমবঙ্গ বোঝায়। পরের ২টি সংখ্যা ওই রাজ্যের জেলার ক্রমিক সংখ্যা। তারপরের ২টি অক্ষর হয় ওই জেলার গাড়ির সিরিজ। শেষ ৪টি থাকে ইউনিক নম্বর হিসেবে। এই ইউনিক নম্বরের ক্ষেত্রে বিশেষ সংখ্যা বা VIP নম্বর পেতে মোটা অঙ্কের ফি দিতে হয় RTO কে। সম্প্রতি রাজ্য সরকার সকল যানবাহনের ক্ষেত্রে উচ্চ নিরাপত্তাযুক্ত নম্বর প্লেট বা হাই সিকিউরিটি নম্বর প্লেট নিয়ে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। আর এই নম্বরপ্লেট লাগাতে যদি কেউ অস্বীকার করে তাহলে তার কপালে দুঃখ লেখা থাকবে। গুনতে হবে মোটা টাকাও।

 

3. কাদের কাদের এই নাম্বার প্লেট লাগাতে হবে?

বড় নির্দেশিকা জারি করেছে পরিবহন দফতর বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সকল গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এর শেষ সংখ্যা ১,২,৩ এবং ৪, তাঁদের ক্ষেত্রে গাড়িতে উচ্চ নিরাপত্তাযুক্ত নম্বর প্লেট লাগানোর শেষ দিন চলতি বছরের ১৫ আগস্ট। শেষ সংখ্যা ৫ ও ৬ এর ক্ষেত্রে গাড়িতে উচ্চ নিরাপত্তাযুক্ত নম্বর প্লেট লাগানোর শেষ দিন ১৫ সেপ্টেম্বর। পাশাপাশি ৭ ও ৮ এর ক্ষেত্রে উচ্চ নিরাপত্তাযুক্ত নম্বর প্লেট লাগানোর শেষ দিন ১৫ অক্টোবর। এছাড়া ৯ ও ০ এর ক্ষেত্রে উচ্চ নিরাপত্তাযুক্ত নম্বর প্লেট লাগানোর শেষ দিন ১৫ নভেম্বর ধার্য করা হয়েছে। যদি কোনও গাড়ির মালিক নির্দিষ্ট সময়ের পর নম্বর প্লেট লাগায় তাহলে তাঁদের ক্ষেত্রে মোট টাকা চার্জ নেওয়া হবে।

3. Number Plate লাগাতে কত খরচ হবে?

HSRP নাম্বার প্লেট বসাতে ৪৯৫ টাকা খরচ হবে |

 

4. HSRP নাম্বার প্লেট কিভাবে লাগাবেন?

• প্রথমে এই official website করবেন- https://bookmyhsrp.com/

• তারপর HSRP নাম্বার প্লেট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন |

• এরপর আপনার সমস্ত details বসিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে |

• তারপর আপনাকে এপয়েন্টমেন্ট বুক করতে হবে |

• আপনার নেয়ারেস্ট যে ডিলার রয়েছে তার details আপনাকে সিলেক্ট করে আপনাকে এপয়েন্টমেন্ট বুক করতে হবে এবং সেই date  সেই ডিলারের কাছে গিয়ে আপনাকে এই নাম্বার plate আপনার গাড়িতে বসাতে হবে |

• কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন সেটা নিয়ে নিম্নে ভিডিও দেওয়া রয়েছে 👇👇👇

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *