Disability Certificate Online Apply || Handicapped Certificate
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে 2023-24 এ Disability Certificate অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে পারবেন ।
আজকে কি টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো:-
1. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
2. আবেদন করতে কত টাকা খরচ হবে?
3. কিভাবে আবেদন করবেন?
4. আবেদন করার পর স্ট্যাটাস কিভাবে চেক করবেন?
5. আবেদন করার পর কি করতে হবে?
6. কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন?
1. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
Scanned copy of recent color photo.
Scanned copy of Address Proof (Aadhar/Driving License/State Domicile etc)
Scanned copy of Identity Proof (Aadhar Card/PAN Card/Driving License etc)
2. আবেদন করতে কত টাকা খরচ হবে?
Disability Certificate অথবা প্রতিবন্ধী সার্টিফিকেট আবেদন করার জন্য এক পয়সা খরচ হবেনা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন |
3. কিভাবে আবেদন করবেন?
• প্রথমে এই Official website ভিজিট করবেন – https://icon.wbhealth.gov.in/
• তারপর Apply For Disability Certificate অপশন এ ক্লিক করবেন |
• তারপর আপনার সমস্ত ডিটেইলস বসাতে হবে যেমন- আপনার নাম ,আপনার বাবার নাম ,আপনার Address, এবং আপনার সমস্ত ডিটেলস বসিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন টা Apply করতে হবে |
• এবং আপনার Identity proof এবং Address proof আপনাকে আপলোড করতে হবে |
• সমস্ত ডিটেলস বসিয়ে এবং ডকুমেন্টস আপলোড করে সাবমিট করে দিলেই আপনার অনলাইন From ফিলাপ হয়ে যাবে |
• বিস্তারিত ভিডিও দেখার জন্য নিম্নের ভিডিও দেওয়া আছে👇👇👇
4. আবেদন করার পর স্ট্যাটাস কিভাবে চেক করবেন?
• প্রথমে এই অফিসের ওয়েবসাইট ভিজিট করবেন – https://icon.wbhealth.gov.in/
• তারপর Track Application Status অপশনে ক্লিক করবেন |
• তারপর enrollment নাম্বার অথবা আধার নম্বর অথবা মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন |
5. আবেদন করার পর কি করতে হবে?
• অনলাইন আবেদন করার পর তারপর সেই অ্যাপ্লিকেশন এবং সঙ্গে সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার পর আপনাকে test এর জন্য ডাকা হবে|
• তারপর কিছুদিন পর আপনার অ্যাপ্লিকেশন টা Approve হয়ে গেলেই আপনার মোবাইলে SMS পাঠিয়ে দেওয়া হবে ।
6. কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন?
• সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এই অপশনে ক্লিক করবেন – https://icon.wbhealth.gov.in/
• তারপর আপনার Enrollment নাম্বার বসাবেন |
• তারপর আপনার Disability Certificate ডাউনলোড করতে পারবেন |
• এইভাবে আপনি অনলাইনে Disability Certificate এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন |