IB Requirement Online Apply 2023 | 1675 MTS/SA Apply 2023
নমস্কার বন্ধুরা, আজকের এই post মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে কিন্তু IB অর্থাৎ Intelligence Bureau তরফ থেকে Security Asistent/ Executive (SA/EXE) And Malti Tasking staff (MTS)/General এর জন্য নতুন নিয়োগ চলছে |
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :
1. Post ?
2. Eligibility criteria?
3. Age Limit ?
4. Salary ?
5. Selection Process?
6. Online Apply?
7. Fee ?
8. Last date ?
1. Post ?
• এখানে MTS/S.A/EXE পদের জন্য আপনি আবেদন করতে পারবেন |
• Security Assistant/Executive –1525
• Malti Tasking staff (MTS)/General – 150
• এই পোস্টগুলি মিলিয়ে total 1675 Vacancy রয়েছে |
2. Eligibility criteria?
• আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে খুব সহজে আবেদন করতে পারবেন |
• এবং যেই State এর জন্য আবেদন করবেন সেই State স্থায়ী বাসিন্দা হতে হবে |
• এবং সেখানকার Local Language জানতে হবে |
• এবং Intelligence Work Experience থাকতে হবে |
3. Age Limit ?
• যদি আপনি SA/Exe পদের জন্য আবেদন করে দেখেন তাহলে কিন্তু আপনার বয়স 27 বছরের মধ্যে হতে হবে |
• এবং যদি আপনি MTS এর জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনার বয়স 18-25 বছরের মধ্যে হতে হবে |
• তবে যারা SC এবং ST তার জন্য 5 বছরে ছাড় রয়েছে | এবং যারা OBC তার জন্য 3 বছরের ছাড় রয়েছে |
4. Salary ?
• SA/EXE Salary : Level 3 অনুযায়ী Pay Scale 21700 – 69100 Salary রয়েছে |
• MTS Salary : Level 1 অনুযায়ী 18000- 56900 টাকা পর্যন্ত Salary রয়েছে |
5. Selection Process?
• Tier- I : Online Examination (Objective Type MCQs)
• Tier -II Offline Examination
• তারপর Tier -III Examination হবে এটা কেবলমাত্র SA/EXE এর জন্য হবে । এটাতে Interview and Personality Test হবে ।
• কিন্তু যারা MTS পদের জন্য আবেদন করবেন তাদের Tier -II Examination হওয়ার পর সরাসরি পোষ্টের জন্য join হতে পারবেন |
6. Online Apply?
• অনলাইন আবেদন করার জন্য First Visit Official Website – Click Here
• তারপর আপনার সমস্ত details বসিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে |
• রেজিস্টেশন করার পর তারপরে যেই পোস্টে যেন আবেদন করতে চান সেই পোষ্টের জন্য আবেদন করতে হবে |
• কিভাবে অনলাইন আবেদন করবেন সেটা নিয়ে নিম্ন ভিডিও দেওয়া আছে 👇👇👇
7. Fee ?
Examination Fee: Rs. 50/- & Recruitment Processing Charges: Rs. 450/-
8. Last date ?
অনলাইন আবেদন শুরু হয়েছে –28/01/2023
আবেদনের শেষ তারিখ – 17/02/2023