IIBF Certificate Online Apply 2022 | IIBF Certificate কি?

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে যেকোনো ব্যাংকের CSP নিতে গেলে বর্তমানে IIBF Certificate এর প্রয়োজন হয় । এই জন্য এই IIBF Certificate সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব এই পোস্টের মাধ্যমে |

আজকের যে টপিক গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হল :-

1. IIBF Certificate কি?

2. IIBF Certificate কি কাজে প্রয়োজন হয়?

3. Eligibility criteria?

4. কি কি ডকুমেন্টস লাগবে?

5. IIBF Certificate এর জন্য কিভাবে আবেদন করবেন?

6. আবেদন করার পর কিভাবে Exam দেবেন?

7. কিভাবে এই সার্টিফিকেট ডাউনলোড করবেন?

8. এই সার্টিফিকেট আবেদন করার জন্য কত টাকা ফি লাগবে?

9. IIBF Question and Answer : 

 

1. IIBF Certificate কি?

IIBF Certificate হলো যেকোনো ব্যাংকের সিএসপি নিতে গেলে এই সার্টিফিকেটের প্রয়োজন হয় | আপনাকে একটি Exam দিয়ে এই Certificate -টি নিতে হয় । যেকোনো বড় বড় ব্যাংকের CSP নিতে গেলে এই সার্টিফিকেট আপনার অবশ্যই দরকার |

2. IIBF Certificate কি কাজে প্রয়োজন হয়?

এই সার্টিফিকেট মূলত যেকোনো ব্যাংকের C.S.P নেওয়ার কাজে প্রয়োজন হয় | এছাড়া যদি কোন ব্যাংকের Job -এর জন্য Apply করেন তাও কিন্তু এই সার্টিফিকেটের দরকার হয় | এই সার্টিফিকেট থাকলে সেখানে Extra কিছু Benifit আপনি পেয়ে যাবেন সেই জন্য এই সার্টিফিকেট আপনাকে অবশ্যই করে রাখা দরকার |

3. Eligibility criteria?

• আবেদনকারীর বয়স 18+ হতে হবে |
• আবেদনকারীকে কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে |
• আবেদনকারীকে ব্যাংকিং সমন্ধে ধারনা থাকতে হবে |
• আবেদনকারীকে Under Graduate(M.P,H.S) /Graduate/Post Graduate হতে হবে |

4. কি কি ডকুমেন্টস লাগবে?

• Aadhar card
• Pan card
• Ration card
• Driving licence (optional)
• Voter Card
• Bank Passbook with photo
• Photo
• Signature

 

5. IIBF Certificate এর জন্য কিভাবে আবেদন করবেন?

• এই সার্টিফিকেট আবেদন করার জন্য প্রথমে এই Official Website-টে চলে আসবেন – Click Here
• এখানে আসার পর এখানে আপনার Basic Details ( Name, Date of birth, Gender, Qualification, Aadhaar no) বসিয়ে   দেবেন| তারপর Contact Details যেমন – Mobile No, Email ID এইসব বসে দেবেন এবং সঙ্গে Photo এবং Signature   Upload  করে দেবেন |
• তারপর Exam Details বসাতে হবে Exam Center হিসেবে এখানে আপনি আপনার Nearest যে সেন্টার আছে সেই সেন্টার এখান থেকে আপনি Select করবেন | এবং Date and time Select করবেন। কারন এই Date and time এ Centre -এ গিয়ে Exam দিতে হবে ।
• সমস্ত Details বসানোর পর এখানে Payment করতে হবে|
• Payment হবার পর আপনাকে একটি Registration Receipt copy বেরোবে সেটা আপনি Print করে রাখবেন |

 

6. আবেদন করার পর কিভাবে Exam দেবেন?

এই Receipt copy এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে Exam Centre এ গিয়ে আপনাকে Exam দিতে হবে | এই  Exam -এ
minimum 50 % নম্বর পেতে হবে |

7. কিভাবে এই সার্টিফিকেট ডাউনলোড করবেন?

• Certificate Download করার জন্য এখানে Visit করবেন – Click Here
• এখানে আসার পর আপনাকে Registration No বসিয়ে Certificate Download করতে হবে ।

8. এই সার্টিফিকেট আবেদন করার জন্য কত টাকা ফি লাগবে?

এই Certificate আবেদন করতে 800+ GST টাকা খরচ হবে।

এইভাবে IIBF Certificate এর জন্য আবেদন করতে পারবেন ।

9. IIBF Question and Answer : 

PDF 1

PDF 2

PDF 3 

 

এইরকম Update পাওয়ার জন্য আমাদের Website Subscribe করে রাখুন ।

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *