Kisan Credit Card Apply Online 2022 || Kisan credit card benefits || kcc

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে Kisan Credit Card নিয়ে বিশেষ কিছু তথ্য আপনাদের শেয়ার করব |
আজকের যে টপিক গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো 👇👇👇

1. Kisan Credit Card কি?
2. কিষান ক্রেডিট কার্ডে কি কি সুবিধা পাবেন ?
3. কারা কারা আবেদন করতে পারবেন ?
4. আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে?
5. কিভাবে আবেদন করবেন?
6. KCC তে কত টাকা পর্যন্ত লোন পাবেন এবং কত সুদের হারে ?

1. Kisan Credit Card কি?

কিষান ক্রেডিট কার্ড প্রধানমন্ত্রী একটি যোজনা যেটা 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করেছেন | এই কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকরা চাষের জন্য লোন নিতে পারবেন এবং খুব কম সুদে লোন নিয়ে চাষ করতে পারবেন সেই জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে প্রধানমন্ত্রী তরফ থেকে | এই প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবী এবং কৃষকরা খুব কম সুদে ব্যাংক থেকে লোন নিয়ে তারা কাজে লাগাতে পারবেন | এই প্রকল্পে বহু মানুষ সুবিধা পাচ্ছেন এবং পরবর্তীকালে বহু মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন |

2. কিষান ক্রেডিট কার্ডে কি কি সুবিধা পাবেন ?

i. এই কিষান ক্রেডিট কার্ড অ্যাকাউন্টে যত টাকা থাকবে অন্যান্য ব্যাংকের মতো আপনাকে সুদ দেওয়া হবে |
ii.আপনাকে একটি ফ্রিতে ডেবিট কার্ড দেওয়া হবে |
iii.এই প্রকল্পে কেসিসি গ্রাহকরা 3 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন 2 শতাংশ হারে |
iv.দুর্ঘটনাজনিত কারণে এক লক্ষ টাকার বীমা পাবেন |
v.এছাড়াও কিষান ক্রেডিট কার্ডে ফসল বীমা কভারেজ পাবেন |
vi. তিন বছর পর্যন্ত লোনের টাকা পরিশোধ করার সুবিধা পাবেন KCC গ্রাহকরা |

3. কারা কারা আবেদন করতে পারবেন ?

যারা যারা কিষান সম্মান নিধি বর্তমানে সুবিধা পাচ্ছেন তারা আবেদন করতে পারবেন অর্থাৎ যারা যারা কিষান সম্মান নিধি বর্তমানে টাকা পাচ্ছেন তারা বর্তমানে আবেদন করতে পারবেন কিন্তু বর্তমানে যারা যারা কিষান সম্মান নিধি সুবিধা পাচ্ছেন না তারা কিন্তু এই কিষান ক্রেডিট কার্ডের সুবিধা পাবেন না |

4. আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে?

i. আধার কার্ড
ii. ভোটার কার্ড
iii. রেশন কার্ড
iv. জমির প্রমাণপত্র
v. মোবাইল নাম্বার

5. কিভাবে আবেদন করবেন?

কিষান ক্রেডিট কার্ড আবেদন করার 2 টি পদ্ধতি আছে একটি অনলাইন একটি অফলাইন |

যদি আপনি অনলাইনে আবেদন করতে চান তাহলে কিন্তু এই KCC official website এ চলে আসবেন – Click Here 

তারপর এখানে যাদের CSC ID আছে তারা অনলাইনে আবেদন করতে পারবেন | এবার আপনার যদি CSC ID না থাকেন তাহলে আপনি Nearest CSC Center -এ গিয়ে কিষান ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন | অথবা আপনি যদি অফলাইনে আবেদন করতে চান তাহলে এই KCC ফরমটি collect করবেন – Click Here 

অথবা আপনি যেই ব্যাংক থেকে কিষান ক্রেডিট কার্ডটা নিতে চান সেই ব্যাংকে গিয়ে কিষান ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন ফর্ম collect করবেন এবং ফরমটি ফিলাপ করে নির্দিষ্ট ডকুমেন্টস Attatched করে সেই নির্দিষ্ট ব্যাংকে জমা দিয়ে আসবেন জমা দেয়ার পর কিছু দিন পোষ্টের মাধ্যমে কিষান ক্রেডিট কার্ডের passbook এবং ATM কার্ড আপনার বাড়িতে চলে আসবে |

6. KCC তে কত টাকা পর্যন্ত লোন পাবেন এবং কত সুদের হারে ?

এই কিষান ক্রেডিট কার্ডে তিন লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন 2℅ সুদের হারে |

যদি আপনাদের এই পোস্টটি ভাল লেগে থাকে তাহলে এই পোস্টটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের এই ওয়েবসাইট টা কে সাবস্ক্রাইব করে রাখুন |

এই Kisan Credit Card সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Visit করুন Mandal Seva Kendra Official Youtube Channel .

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *