Govt YojonaPm Yojona

Mahila Samman Saving Certificate | Mahila samman Scheme Apply

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে বলবো যে পুরো ভারতে মহিলাদের জন্য শুরু হয়ে গেল Mahila Samman Saving Certificate Scheme | এই স্কিমের মাধ্যমে মহিলারা অনেক রকম সুবিধা পাবে |

 

আজকের এই পোস্টটি মাধ্যমে আপনাদের বলবো :-

1.Mahila samman saving certificate scheme কি?

2. কারা কারা আবেদন করতে পারবেন?

3 কি কি সুবিধা রয়েছে?

4. কিভাবে আবেদন করবেন?

 

1.Mahila samman saving certificate scheme কি?

মহিলা সম্মান কি হলো কেন্দ্র সরকারের তরফ থেকে মহিলাদের সাবলম্বী করার জন্য অথবা যেই সব মহিলারা টাকা জমাতে ভালোবাসে সেই সব মহিলাদের জন্য এই Scheme গভারমেন্ট এর তরফ থেকে চালু করা হয়েছে | এই স্কিমে আপনাকে একটি Account Open করতে হবে এবং সেই একাউন্টে আপনি 1000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত টাকা রাখতে পারেন এবং 7.5 Interest দেওয়া হবে Fixed Diposit করলে |

 

2. কারা কারা আবেদন করতে পারবেন?

এখানে সমস্ত মহিলারা আবেদন করতে পারবেন এবং যেসব মেয়েদের বয়স 18 বছরের নিচে তারা কিন্তু তার বাবার সমস্ত ডকুমেন্ট দিয়ে এই Scheme জন্য আবেদন করতে পারবে অর্থাৎ এখন Open করতে পারবে |

 

3 কি কি সুবিধা রয়েছে?

• এই Scheme যদি আপনি Account Open করে একাউন্টে 1000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আপনি FD করতে পারবেন |

• এবং ৭.৫% ইন্টারেস্ট পাবেন |

• এবং এই যে সুদের হারটা চক্রবৃদ্ধি হারে সুদ বাড়বে ।

• এই স্কিমের মাধ্যমে FD করলে আপনার টাকা কোনদিনও মরবে না | এটা গভরমেন্টের স্কিম সেই জন্য কোনরকম ভয় পাওয়ার প্রয়োজন নেই |

• এছাড়াও আপনি চাইলে এক বছর পর আপনি 40% টাকা কিন্তু তুলে নিতে পারবেন |

• এবং যদি কোন কারণেই যে Account Holder মারা যায় তাহলে কিন্তু পুরো টাকা নমিনি তুলতে পারবে |

 

 

4. কিভাবে আবেদন করবেন?

• Account Open করার জন্য আপনাকে অফলাইনে আবেদন করতে হবে ।

• আবেদনপত্র ডাউনলোড করে আবেদনপত্র টা ফিলাপ করে আপনাকে হয় পোস্ট অফিস অথবা Authorize Bank গিয়ে জমা করলে আপনি এই একাউন্ট খুলতে পারবেন এবং টাকা FD করতে পারবেন |

Application From – google search 

• এই Scheme Apply 1April 2023 – 31 March 2025 মধ্যে আবেদন করতে হবে ।

 

Read More …….


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *