Govt YojonaPm Yojona

Lakhpati Didi Scheme Online Apply ll Lakhpati Didi Benefits

Spread the love

আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলবো যে বর্তমানে বাজেট 2024 এ সরকারের তরফ থেকে নতুন এটি স্কিমের কথা বলা হয়েছে বা স্কিম লঞ্চ করা হয়েছে যার নাম হচ্ছে Lakhpati Didi স্কিম || এই স্কীম এর মাধ্যমে 3 কোটি মহিলাকে সরকারের তরফ থেকে ট্রেনিং শিখিয়ে বিভিন্ন কাজে নিযুক্ত করা হবে এবং প্রতি মাসে টাকা দেওয়া হবে |

 

আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলি হলো :

1. Lakhpati Didi স্কিম কি?

2. এই যোজনার মাধ্যমে কারা কারা আবেদন করতে পারবেন?

3. কি কি সুবিধা পাবেন?

4. কিভাবে আবেদন করবেন?

 

1. Lakhpati Didi স্কিম কি?

লাখপতি দিদি যোজনা হল কেন্দ্র সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কোটিপতি করা। এই যোজনার মাধ্যমে গ্রামীণ মহিলারা যারা SHG গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছে তারা এই প্রকল্পের মাধ্যমে সরকারের তরফ থেকে ট্রেনিং শেখানো হবে এবং ট্রেনিং শিখিয়ে তারপরে কিন্তু সরকারি বিভিন্ন কাজে নিযুক্ত করা হবে |

 

2. এই যোজনার মাধ্যমে কারা কারা আবেদন করতে পারবেন?

যেসব মহিলারা কোনরকম SHG গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু এই যোজনার জন্য প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন

 

3. কি কি সুবিধা পাবেন?

সরকারি তরফ থেকে সমস্ত মহিলাদের টেনিং শেখানো হবে এবং টেনিং শিখিয়ে তারপর কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন কাজ দেওয়া হবে | এরপর গ্রুপকে সেই কাজগুলো কমপ্লিট করে সাবমিট করে দিলে আপনাকে প্রত্যেক মাসের টাকা কিন্তু প্রোভাইড করবে |

এছাড়াও কোন মহিলা যদি লোনের প্রয়োজন হয় তাহলে সরকারের তরফ থেকে লোন প্রোভাইড করা হবে এই যোজনার মাধ্যমে |

 

4. কিভাবে আবেদন করবেন?

বর্তমানে লাখপতি দিদির নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টটি দেখার জন্য 👇

• প্রথমে এই অফিসের ওয়েবসাইট ভিজিট করবেন- https://nrlm.gov.in

• তারপর আপনার সমস্ত details যেমন আপনার State, district, block, gram Panchayat, Village সিলেট করে এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন যে আপনার SHG গ্রুপের নাম রয়েছে কিনা |

• যদি আপনার গ্রুপের নাম থেকে থেকে তার কিন্তু ব্লকের তরফ থেকে আপনার গ্রুপের সঙ্গে কন্টাক করা হবে এবং সরকারের তরফ থেকে আপনাকে টেনিং শিখিয়ে সেই কাজে নিযুক্ত করা হবে এবং বিভিন্ন রকমের বেনিফিট পেতে পারবেন |

 

Read More………


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *