Marriage Certificate Online Apply 2023 || Marriage Certificate

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের আপনাদের Marriage Certificate এর জন্য কি করে আপনি অনলাইনে আবেদন করবেন সেটাই পোষ্টের মাধ্যমে আপনাদের দেখাবো |

আজকের যে টপিক গুলো নিয়ে আলোচনা করব সেগুলি হল :-
1. ছেলে মেয়ের বয়স কত লাগবে?
2. কি কি নথিপত্র লাগবে?
3. কিভাবে অনলাইনে আবেদন করবেন?
4. আবেদন করার পর কী করবেন?
5. কত টাকা ফি লাগবে?

1. ছেলে মেয়ের বয়স কত লাগবে?

Marriage Certificate আবেদন করার জন্য মেয়ের বয়স হতে হবে 18 বছর এবং ছেলের বয়স হতে হবে 21 বছর | তবেই কিন্তু ম্যারেজ সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবেন | যদি মেয়ের বয়স 18 থেকে কম হয় এবং ছেলের বয়স 21 থেকে কম হয় তাহলে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবেন না | কারণ ম্যারেজ সার্টিফিকেট প্রাপ্ত বয়স্ক ছাড়া Apply করা যায়না |

 

2. কি কি নথিপত্র লাগবে?

1.Aadhaar Card
2.Birth Certificate
3.Copy of Invitation Card
4.Parmanent And Present Address Proof
5.Photo (Both)
6.Signature (Both)

3. Marriage Certificate কিভাবে অনলাইনে আবেদন করবেন?

Marriage Certificate অনলাইনে আবেদন করার জন্য প্রথমে এই অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন – https://rgmwb.gov.in/

এখানে আবেদন করার আগে নিয়মাবলী প্রথমে দেখে নেবেন |

Next আবেদন করার জন্য এই অপশনে ক্লিক করবেন |

তারপর ছেলে-মেয়ের সমস্ত details আপনাকে বসাতে হবে এবং ছেলে ও মেয়ের ফটো এবং Invitation Card আপনাকে upload করতে হবে |

তারপর আপনাকে ম্যারেজ অফিসার select করতে হবে আপনার Area অনুযায়ী কতগুলো ম্যারেজ অফিসার আছে আপনার সামনে Show হবে এবং তাদের মধ্যে আপনাকে যেকোন ম্যারেজ অফিসার কে সিলেক্ট করতে হবে |


সবকিছু details বসিয়ে আপনাকে submit করতে হবে |

submit করে দেয়ার পর আবার অ্যাপ্লিকেশন ফর্ম টি successful ভাবে submit হয়ে যাবে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্ম থেকে save করে নেবেন |

4. আবেদন করার পর কী করবেন?

এপ্লিকেশন করার পর এবং অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি save করে নেবেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম টি সঙ্গে সমস্ত ডকুমেন্টগুলি attach করবেন | যেমন- aadhar card, invitation card, address proof ইত্যাদি এইসব ডকুমেন্টগুলি নিয়ে এবং অ্যাপ্লিকেশন ফর্ম টা নিয়ে আপনি যেই ম্যারেজ অফিসার select করেছিলেন সেই ম্যারেজ অফিসারের কাছে এই ডকুমেন্টগুলো জমা দিয়ে আসতে হবে |
তারপর কিছু দিন এরপর যখন আপনার ম্যারেজ সার্টিফিকেট হয়ে যাবে তখন কিন্তু আপনার মোবাইলে ম্যাসেজ আসবে | এবং তারপর আপনি সেই ম্যারেজ অফিসারের কাছ থেকে আপনার ম্যারেজ সার্টিফিকেট টা নিয়ে আসবেন |

5. কত টাকা ফি লাগবে?

ম্যারেজ সার্টিফিকেট এর জন্য বিভিন্ন ম্যারেজ অফিসার বিভিন্ন রকমের চার্জ করে থাকে কেউ ১০০০ টাকা নেয় আবার কেউ ২০০০ টাকা নেয় | এইভাবে বিভিন্ন ম্যারেজ অফিসারের বিভিন্ন চার্জ নিয়ে থাকে আপনি যেই ম্যারেজ অফিসার সিলেট করবেন সেই ম্যারেজ অফিসার কে ফোন করে জেনে নেবেন যে তিনি কত টাকা চার্জ নেবে তারপরে কিন্তু আপনি সেই ম্যারেজ অফিসার কে সিলেক্ট করবেন |

কিন্তু সরকারি ভাবে ম্যারেজ সার্টিফিকেট আবেদন করার একটি চার্জ আছে সেটা হল যদি বিবাহের দু’মাসের মধ্যে Marriage সার্টিফিকেটের জন্য আবেদন করেন তাহলে কিন্তু 200 টাকা খরচ হবে এবং যদি বিবাহের পর দু মাসের পরে আপনি যদি ম্যারেজ সার্টিফিকেট এর জন্য আবেদন করেন তাহলে ৪০০ টাকা খরচ হবে |

 

বিস্তারিত জানার জন্য Go To Visit Mandal Seva Kendra Channel And Show This Video  .

এরকম নিত্যনতুন আপডেট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট থেকে করে রাখুন |


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *