ধান বিক্রির অনলাইন আবেদন | WB Paddy Procurement Apply 2023 |
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে অনলাইনে ধান বিক্রির আবেদন শুরু হয়ে গেছে | এখন আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে ধান বিক্রির আবেদন করতে পারবেন |
এখন বর্তমানে কৃষকরা নিজের ধান ভালো রকমের দামে সরকার কে বিক্রি করতে পারবেন এবং ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন ।
আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো:
1. রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
2. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
3. কিভাবে Date বুকিং করবেন?
4. প্রতি কুন্টাল কত টাকা আপনাকে দিয়ে হবে?
1. রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
• Aadhaar Card
• Voter Card
• Mobile no
• Bank Account
• Land Record
• Photo
Read More – Mutation Online Application 2022
2. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
• প্রথমে এই Official Website Visit করবেন – https://epaddy.wb.gov.in/
• তারপর Farmer Self Registration অপশনে ক্লিক করবেন |
• তারপর আপনার Personal Details বসাতে হবে | যেমন – আপনার ভোটার কার্ড & আধার কার্ডের নাম্বার এবং আপনার নাম Date of birth, আপনার সমস্ত Details বসিয়ে দেবেন এবং আপনার Bank Details বসাতে হবে এবং আপনার Land Details বসিয়ে সমস্ত ডকুমেন্ট আপলোড করে আপনাকে Submit করতে হবে ।
• সাবমিট করার পর আপনাকে একটি রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করবে এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি লিখে রাখবেন অথবা Print Out করে রাখবেন ।
3. কিভাবে Date বুকিং করবেন?
• ডেট বুকিং করার জন্য আপনি Farmer Self Scheduling অপশনে ক্লিক করবেন |
• তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে Submit করবেন যেই রেজিস্ট্রেশন নাম্বারটা প্রথমে আপনাকে রেজিস্ট্রেশনের সময় প্রোভাইড করেছিল সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করবেন |
• তারপর ডেট বুকিং করার অপশন খুলে যাবে এখান থেকে আপনি যেই date-এ ধান বিক্রি করতে চান সেই date সিলেট করে এবং সেন্টার সিলেট করে সেই সেন্টারে গিয়ে সেই date আপনাকে ধান বিক্রি করতে হবে ।
Read More – Caste Certificate Online Download
4. প্রতি কুন্টাল কত টাকা আপনাকে দিয়ে হবে?
কুন্টাল প্রতি আপনাকে 2040 টাকা থেকেই 2060 টাকা পর্যন্ত আপনাকে দেবে |
এইভাবে আপনি অনলাইনের মাধ্যমে ধান বিক্রির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং Date Book করতে পারবেন |