Old Age Pension form PDF Download 2025 || Old Age Pension
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে Old Age Pension, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য কিভাবে আবেদন করবেন এবং এর Old Age Pension form PDF Download কিভাবে করবেন সেটাই পোস্টের মাধ্যমে আপনাদের বলবো।
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :-
1. বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য কি কি ডকুমেন্টস লাগবে
2. কারা কারা আবেদন করতে পারবেন?
3. আবেদন করলে কত টাকা প্রতি মাসে দেওয়া হবে?
3. Application form কিভাবে ডাউনলোড করবেন?
1. বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
১) আধার কার্ড(Aadhar Card)
২) ভোটার কার্ড(Voter card)
৩) রেশন কার্ড(Ration Card)
৪) ইনকাম সার্টিফিকেট(Income certificate)
৫) স্বামীর মৃত্যু সার্টিফিকেট(বিধবা)
৬) ব্যাঙ্ক পাশ বই(Bank Account)
৭) প্রতিবন্ধী সার্টিফিকেট
সমস্ত জেরক্সে Self Attested করতে হবে।
2. কারা কারা আবেদন করতে পারবেন?
Old Age Pension: – বয়স্ক ভাতা/বৃদ্ধ ভাতা/বার্ধক্য ভাতাঃ- বয়স্ক ভাতায় আবেদন করতে হবে অফলাইনে। Old Age Pension আবেদন করতে গেলে, আবেদনকারীর/আবেদনকারীনীর বয়স কমপক্ষে ৬০ বছর থাকতে হবে। আর কমপক্ষে পশ্চিমবঙ্গের ১০ বছরের বাসিন্দা হতে হবে।
Disability Pension– প্রতিবন্ধী ভাতায় আবেদন করতে হবে অফলাইনে (Disability Pension Form Fill Up West Bengal) নির্দিষ্ট ফর্মে। Disability Pension আবেদন করতে গেলে অবশ্যই আবেদন কারীর/কারীনীর প্রতিবন্ধী সার্টিফিকেট থাকতে হবে।পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যকাউন্ট নাম্বার থাকতে হবে।
Widow Pension– রাজ্য সরকার বিধবা মহিলাদের জন্যও বিধবা ভাতা চালু করেছেন। আবেদন করার জন্য অবশ্যই স্বামীর মৃত্যু সার্টিফিকেট( Death Certificate) থাকতে হবে।আবেদনকারীনীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার(Bank Account Number) থাকতে হবে।
3. আবেদন করলে কত টাকা প্রতি মাসে দেওয়া হবে?
বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আপনি আবেদন করলে প্রতি মাসে 1000-2000 টাকা পর্যন্ত প্রতি মাসে আপনার একাউন্টে ট্রান্সফার করা হবে।
3. Application form কিভাবে ডাউনলোড করবেন?
Old Age Pension form PDF Download 👉 Click Here
Widow Pension Application form PDF 👉 Click Here
Disability Pension Application form PDF 👉 Click Here