Swasthya sathi card online Apply 2022 || Swasthya sathi Status Chack
আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে Swasthya sathi card জন্য আপনি কি করে আবেদন করবেন | বর্তমানে স্বাস্থ্য সাথী কার্ডের গুরুত্ব অনেক বেশি সেই জন্য প্রত্যেকে এই কার্ড করা আবশ্যিক |
আজকে যে টপিক গুলো নিয়ে আলোচনা করব সেগুলি হল :
1. নতুন Swasthya sathi card কি করে আবেদন করবেন?
2. আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
3. ফর্ম টি কোথায় জমা দেবেন?
4. আবেদন করার পর ফর্ম টির স্ট্যাটাস কি করে চেক করবেন?
1. নতুন Swasthya sathi card কি করে আবেদন করবেন?
Step 1 – প্রথমে আপনি swasthyasathi official website এ চলে আসবেন |
তারপর নতুন স্বাস্থ্য সাথী কার্ড আবেদন করার জন্য Apply Online অপশনে ক্লিক করবেন |
Step 2 – তারপর Form B for new Registration under Swasthya Sathi অপশনে ক্লিক করে ফর্মটি save করবেন |
Step 3 – তারপর সঠিকভাবে ফর্মটি ফিলাপ করবেন |
2. আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
1.aadhaar card
2.voter card
3.ration card
4.residence proof
5.mobile number
3. ফর্ম টি কোথায় জমা দেবেন?
এরপর ফর্ম টি সঠিকভাবে ফিলাপ করার পর সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি B.D.O অফিসে জমা দিতে পারেন অথবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিয়ে আসতে পারেন তারপর 15 থেকে 1 মাসের মধ্যে আপনার স্বাস্থ্যসাথী কার্ড টি হয়ে যাবে |
4. আবেদন করার পর ফর্ম টির স্ট্যাটাস কি করে চেক করবেন?
বিডিও অফিস অথবা দুয়ারে সরকার ক্যাম্পে ফরমটি জমা দিয়ে আসার পর আপনার কার্ড টি হয়েছে নাকি তার Status কিভাবে চেক করবেন?
Step 1 – প্রথমে আপনি স্বাস্থ্য সাথীর ওয়েবসাইট চলে আসবেন |
Step 2 – এখানে আসার পর এখানে একটি অপশন আপনার সামনে Show হবে Find your Name এই অপশনে ক্লিক করবেন |
Next – এই অপশনে ক্লিক করার পর তারপরে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন যেই মোবাইল নাম্বারটা আপনি স্বাস্থ্য সাথী কার্ড আবেদন করার সময় দিয়েছিলেন |
তারপর এখানে Submit বাটনে ক্লিক করবেন |
তারপর আপনার সমস্ত Details বসাতে হবে | যেমন- আপনার District, আপনার block, পঞ্চায়েত, আপনার গ্রামের সমস্ত details বসানোর পর আপনার আধার কার্ডের নাম্বার অথবা আপনার রেশন কার্ডের নাম্বার দিয়ে এখানে চেক করতে পারেন যে আপনার স্বাস্থ্যসাথি কার্ড হয়েছে কিনা |
যদি হয়ে থাকে এখানে আপনার সমস্ত Details show করবে এবং আপনার কার্ডে কতজন member আছে তার details show করবে |
এইভাবে আপনি স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর আপনি সেই স্বাস্থ্য সাথী কার্ডের স্ট্যাটাস টা চেক করতে পারবেন |
subcribe my website for daily update …..