Pan Card download online || How to Download Pan Card
বর্তমানে আপনি খুব সহজে অনলাইনে আপনার Pan Card Download করতে পারবেন | যদি আপনার প্যান কার্ড E-filing অথবা UTI অথবা আপনার যদি প্যান কার্ড NSDL থেকে তৈরি করা হয়ে থাকে আপনি খুব সহজে আপনি বাড়িতে বসে অনলাইনে মাত্র 2 মিনিটের মধ্যে আপনার প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন |
আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলি হলো :-
1. ডাউনলোড করতে কি কি ডকুমেন্টস লাগবে?
2. প্যান কার্ড ডাউনলোড করতে কত টাকা খরচ হবে?
3. কিভাবে আপনি প্যান কার্ড ডাউনলোড করবেন?
1. ডাউনলোড করতে কি কি ডকুমেন্টস লাগবে?
প্যান কার্ড ডাউনলোড করতে আপনার খুব বেশি ডকুমেন্ট লাগবে না কেবলমাত্র আপনার আধার নাম্বার এবং আপনার প্যান নাম্বার লাগবে। এবং সঙ্গে আপনারা প্যান কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারে এবং ইমেইল আইডি লিঙ্ক অবশ্যই থাকতে হবে তবে আপনি খুব সহজে অনলাইনে প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন |
2. প্যান কার্ড ডাউনলোড করতে কত টাকা খরচ হবে?
প্যান কার্ড ডাউনলোড করতে আপনার এক টাকা খরচ হবে না সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন তবেই যদি আপনার প্যান কার্ড এক মাসের মধ্যে তৈরি হয়ে থাকে তবে আপনি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন |
কিন্তু যদি আপনার প্যান কার্ড তৈরি হওয়ার পর এক মাসের বেশি হয়ে যায় সে ক্ষেত্রে আপনাকে টাকা দিয়ে প্যান কার্ড ডাউনলোড করতে হবে তো সেজন্য আর টাকা ২৬ পয়সা আপনাকে পেমেন্ট করে আপনাকে প্যান কার্ড অনলাইনে ডাউনলোড করতে হবে।
3. কিভাবে আপনি প্যান কার্ড ডাউনলোড করবেন?
E-filing:-
যদি আপনার প্যান কার্ড E-filing থেকে তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনি এই Official Website ভিজিট করবেন –https://www.incometax.gov.in/
তারপর আপনার আধার নম্বর দিয়ে আমি খুব সহজে প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন |
NSDL:-
যদি আপনার প্যান কার্ড NSDL পোর্টাল থেকে তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনি প্রথম এই official website ভিজিট করবেন- https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html
এবং আপনার প্যান কার্ডের নাম্বার এবং আপনার আধার কার্ডের নম্বর বসিয়ে খুব সহজে ডাউনলোড করতে পারবেন।
UTI:-
যদি আপনার প্যান কার্ড UTI Portal থেকে তৈরি করে থাকেন সেক্ষেত্রে এই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন- https://www.pan.utiitsl.com/PAN_ONLINE/ePANCard
তারপর আপনার আধার নাম্বার এবং আপনার প্যান নম্বর বসিয়ে খুব সহজে আপনি প্যান কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবেন।
আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার প্যান কার্ড আপনি অনলাইনে ডাউনলোড করতে পারবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের বলে দিলাম |
এইরকম নিত্যনতুন আপডেট পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটকে সাবস্ক্রাইব করে রাখবেন |