Paytm BC Agent ID Registration 2022 | Paytm KYC Point
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে যারা যারা বর্তমানে Paytm BC Agent ID নিতে চান তাদের জন্য একটা সুখবর |
বর্তমানে পেটিএম বিসি এজেন্ট আইডি দেওয়া শুরু হয়ে গেছে এখন আপনি আবেদন করে আপনি খুব সহজেই BC ID নিতে পারবেন |
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :
1. BC Agent হওয়ার জন্য Eligibility criteria?
2. কি কি ডকুমেন্ট লাগবে?
3. কি কি সার্ভিস কাস্টমারদের প্রোভাইড করতে পারবেন?
4. কিভাবে আইডির জন্য রেজিস্ট্রেশন করবেন?
5. কত দিনের মধ্যে আইডি পাসওয়ার্ড পাবেন?
6. আইডি নিতে কত খরচ হবে?
1. BC Agent হওয়ার জন্য Eligibility criteria?
• 10 Pass
• Shop
• Computer Basic Knowledge
• Banking Basic Knowledge
2. কি কি ডকুমেন্ট লাগবে?
• Aadhaar Card
• Pan Card
• Bank Account
• Mobile Number
• Email ID
• Shop Registration Certificate (optional)
Read More – How to Become a Airtel Retailer 2022
3. কি কি সার্ভিস কাস্টমারদের প্রোভাইড করতে পারবেন?
1. Account Opening
2. KYC
3. Insurence
4. AEPS
5. Money Deposit
6. Money Withdraw
7. Money Transfer
4. কিভাবে আইডির জন্য রেজিস্ট্রেশন করবেন?
• প্রথমে এই Official Website Visit করবেন – https://www.paytmbank.com/
• তারপর Register KYC Point অপশনে ক্লিক করবেন |
• তারপর আপনার সমস্ত ডিটেলস যেমন – আপনার নাম, আপনার Date of birth, আপনার Address, এবং আপনার আধার নাম্বার বসিয়ে রেজিস্ট্রেশন করবেন |
• তারপরে ১০ থেকে ১৫ দিনের মধ্যে আপনার সঙ্গে কোম্পানি তরফ থেকে Contact করা হবে |
• তারপর Field Verify অফিসার আপনার দোকান Visit করতে আসবে | তারপরে সমস্ত কিছু ডকুমেন্টস ভেরিফাই করে নেয়ার পর তারপর Paytm BC আইডি পাসওয়ার্ড আপনাকে প্রোভাইড করা হবে।
• কিভাবে Paytm BC Agent রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে নিম্নে ভিডিও দেওয়া আছে 👇👇👇
Read More – How to Become a Jio Retailer 2022
5. কত দিনের মধ্যে আইডি পাসওয়ার্ড পাবেন?
Apply করার ১৫ থেকে ২০ দিনের মধ্যে কোম্পানি তরফ থেকে আপনার সঙ্গে কন্টাক করা হবে এবং তারপর আপনার Address এ যে পেটিএম ডিস্ট্রিবিউটার আপনার দোকান কিন্তু Visit করতে আসবে | তারপর আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করে নেয়ার পর আপনাকে পেটিএম bc Agent ID প্রোভাইড করবে |
তারপর আপনি কাস্টমারদের বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে প্রত্যেক মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা ইনকাম করতে পারবেন ।
6. আইডি নিতে কত খরচ হবে?
Paytm BC Agent ID দিতে বিভিন্ন ডিস্ট্রিবিউটর বিভিন্ন রকমের টাকা নিয়ে থাকে । সেই জন্য যখন paytm ডিস্ট্রিবিউটর আপনাদের দোকান ভিজিট করতে আসবে তখন তাকে বলবেন যে কত টাকা চার্জ নেবেন । মোটামুটি ৫০০ টাকার কাছাকাছি সবাই চার্জ নিয়ে থাকে ।