E-sharm Card E-kyc Start 2024 | E-sharm Card Govt Benefit
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে E-sharm Card e-kyc শুরু হয়ে গেছে | সেই জন্য যারা যারা শ্রমিক তাদেরকে কিন্তু সবাইকে E-sharm Card-এ e-kyc অবশ্যই করতে হবে।
আপনি যদি e-kyc না করেন তাহলে কিন্তু 2024 সাল থেকে যে sharm Card -এ যে Govt টাকা দেওয়া হবে সেটা কিন্তু আপনি পাবেন না । সেই জন্য যারা যারা শ্রমিক তাদেরকে সবাইকে e-kyc অবশ্যই করতে হবে।
আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :
1. E-sharm Card কি?
2. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
3. কাদের কাদের e-kyc করতে হবে?
4. কিভাবে e-kyc করবেন?
5. e-kyc না করলে কি হবে?
1. E-sharm Card কি?
প্রধানমন্ত্রী তরফ থেকে শ্রমিকদের জন্য নতুন Card Launch করা হয়েছে যেটির নাম হচ্ছে E-sharm Card | এই কার্ডের মাধ্যমে শ্রমিকরা বিভিন্ন রকম ইন্সুরেন্স এবং ভাতা টাকা পাবে ।
2. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
• Aadhaar Card
• Nominee Aadhaar Card
• Bank Account
• Mobile no
• Email ID
Read More – Pension Scheme Online Apply 2022
3. কাদের কাদের e-kyc করতে হবে?
যারা যারা শ্রমিক তাদেরকে সবাইকে কিন্তু E-sharm Card করে e-kyc করতে হবে। আপনি যদি একজন শ্রমিক হয়ে থাকেন তাহলে sharm Card -এ অবশ্যই e-kyc করতে হবে | না হলে কিন্তু আপনার E-sharm Card বাতিল হয়ে যাবে এবং সঙ্গে আপনি sharm Card -এ যে ভাতা টাকা দেওয়া হবে সেটাও আপনি পাবেন না । সেজন্য যারা যারা শ্রমিক তাদেরকে sharm Card – এ অবশ্যই e-kyc করতে হবে |
4. কিভাবে e-kyc করবেন?
• প্রথমে এই Official Website Visit করবেন – https://eshram.gov.in/
• তারপর Already Register? Update বাটনে ক্লিক করবেন |
• তারপর আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যেই নাম্বার দিয়ে আপনি sharm Card আবেদন করেছিলেন |
• তারপরে আপনার আধার নম্বর এবং ব্যাঙ্কের details বসিয়ে আপনাকে ekyc করতে হবে।
• এবং আপনি যেই কাজটি করেন সেই কাজটি বসাতে হবে ।
কিভাবে e-kyc করবেন সেটা নিম্নে ভিডিও দেওয়া আছে 👇👇👇
Read More – Pradhan Mantri Kaushal Vikas Yojana Online Apply 2022
5. e-kyc না করলে কি হবে?
যদি কোন শ্রমিক ekyc না করেন তাহলে কিন্তু তার sharm Card বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীকালে যে ভাতা টাকা দেওয়া হবে Govt টাকা সেটা সে পাবে না | সেহেতু অবশ্যই সমস্ত শ্রমিকদের e-kyc করতে বলা হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি ekyc কমপ্লিট করে নিন ।