Online

Permission Certificate Online Apply 2023 | Birth Certificate Apply

Spread the love

নমস্কার বন্ধুরা, আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে কিভাবে আপনি Permission Certificate জন্য অনলাইন আবেদন করবেন ।

 

আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :

1. Permission Certificate কি কাজে লাগে?

2. কাদের জন্য লাগবে এই সার্টিফিকেটটি?

3. এই সার্টিফিকেট আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?

4. কিভাবে আবেদন করবেন?

5. আবেদনের পর কত দিনের মধ্যে সার্টিফিকেট পাবেন?

 

1. Permission Certificate কি কাজে লাগে?

• পারমিশন সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট তৈরি করার কাজে লাগে ।

• আপনি যদি জন্ম সার্টিফিকেটের জন্য Apply করতে যান তাহলে কিন্তু আপনার কাছে Permission Certificate অবশ্যই থাকতে হবে |

• যদি আপনি জন্মের এক বছর পর জন্ম সার্টিফিকেট আবেদন করেন তাহলে Permission Certificate লাগবে।

 

2. কাদের জন্য লাগবে এই সার্টিফিকেটটি?

• যারা তার জন্মের এক বছর পর জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করতে চায় তাদের জন্ম সার্টিফিকেট আবেদন করার সময় পারমিশন সার্টিফিকেট আপলোড করতে হয় ।

• এবং যাদের বয়স 1 থেকে 100 বছরের মধ্যে তাদের জন্ম সার্টিফিকেট আবেদন করার সময় পারমিশন সার্টিফিকেট এর প্রয়োজন হয় |
• এই পারমিশন সার্টিফিকেট আপনি জন্ম সার্টিফিকেট আবেদন করতে পারবেন না |

 

Read More – Birth Certificate Online Apply 2022

 

3. এই সার্টিফিকেট আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
1. Birth Proof: Verification Certificate from Pradhan / Chairman or Certificates of Institutes – Hospital / Doctors or Affidavit by petitioner
2. Declaration from 5 local people for granting okay to delayed registration.

• Declaration from এর ডাউনলোড Link নিম্নে দেওয়া আছে 👇👇👇

 

Read More – Fisherman Card Online Apply 2023

 

4. কিভাবে আবেদন করবেন?

• প্রথমে এই Official Website Visit করবেন – https://edistrict.wb.gov.in/

• তারপর Scarch বাটনে ক্লিক করবেন |

• তারপর Permission of delayed registration of birth অপশনে ক্লিক করবেন |

• তারপর Apply Online বাটনে ক্লিক করে আপনাকে Apply করতে হবে।

• আপনার সমস্ত details এবং আপনার father এবং আপনার mother details এবং address বসিয়ে আপনাকে এই পারমিশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে |

কিভাবে Permission Certificate আবেদন করবেন সেটা নিম নিয়ে ভিডিও দেওয়া আছে👇👇👇

 

Read More – WB Labour Card Online Registration Start 2023

 

5. আবেদনের পর কত দিনের মধ্যে সার্টিফিকেট পাবেন?

পারমিশন সার্টিফিকেট অনলাইন আবেদন করার পর 3 থেকে 7 দিনের মধ্যে সার্টিফিকেট হয়ে যাবে | তারপর অনলাইনে আপনি পারমিশন সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন |

  Declaration from Download

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *