Karmasathi Loan Online Apply 2023 || Karmasathi Application Form
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলবো যে বর্তমানে কিন্তু গভারমেন্টের তরফ থেকে নতুন একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে 2023 এ তার নাম Karmasathi Portal | এই Portal মাধ্যমে আপনি গভর্মেন্টের তরফ থেকে Karmasathi loan এর জন্য আবেদন করতে পারবেন ।
আজকে যে টপিক নিয়ে আলোচনা করবে সেগুলো হলো :
1. Karmasathi portal কি?
2. কি কি সুবিধা পাবেন?
3. কিভাবে registration করবেন?
4. কত টাকা পর্যন্ত লোনের সুবিধা পাবেন?
1. Karmasathi portal কি?
বর্তমানে 2023 এ গভারমেন্টের তরফ থেকেই এই পোর্টালটি লঞ্চ করা হয়েছে এবং এই Portal আপডেট করা হয়েছে | এই Portal মাধ্যমে আপনি গভর্নমেন্টের কাছ থেকে খুবই কম পরিমাণে সুদে আপনি ব্যবসার কাজে এবং অন্যান্য কাজের জন্য Karmasathi loan নিতে পারবেন |
2. কি কি সুবিধা পাবেন?
• এই Portal মাধ্যমে আপনি সরকারের তরফ থেকে লোনের সুবিধা পাবেন |
• এবং এই যে লোনটা পাবেন এই লোনের সুদের পরিমাণটা খুবই কম | সেই জন্য সাধারণ মানুষের ক্ষেত্রে যদি লোন নেওয়ার প্রয়োজন হয় তাহলে এই Portal এসে খুব সহজে loan নিতে পারবেন |
3. কিভাবে registration করবেন?
• প্রথমে এই Official Website Visit করবেন – https://karmasathi.wb.gov.in/
• তারপর Apply Online অপশন এ ক্লিক করবেন |
• তারপর Blank From download করে ফর্ম পূরণ করতে হবে এবং লোনের জন্য আবেদন করতে হবে।
• ফর্ম পূরণ করে ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টস ও প্রজেক্ট রিপোর্ট নিয়ে Block অফিসে জমা করতে হবে |
• তারপর ডকুমেন্টস verify করে Bank এ Transfer করে দেবে |
• তারপর ডকুমেন্টস সহ verification latter নিয়ে Bank এ Loan Approved করে দেবে এবং লোনের টাকা ব্যাঙ্কে পাবেন |
• Project report Download – Click Here
• কিভাবে লোনের জন্য আবেদন করবেন সেটা নিয়ে নিম নিয়ে ভিডিও দেওয়া আছে 👇👇👇
4. কত টাকা পর্যন্ত লোনের সুবিধা পাবেন?
• এই Portal-এর মাধ্যমে আপনি 2 লক্ষ টাকা লোনের সুবিধা পেতে পারবেন |
• এবং সরকারের তরফ থেকে 20 হাজার টাকা সাবসিডি পাবেন |