PM KISAN Registration New Process 2024| PM KISAN Online

Spread the love

নমস্কার বন্ধুরা, আজকের এই পোস্টটির মাধ্যমেই আপনাদের বলব যে Pm kisan নতুন রেজিস্ট্রেশন কিভাবে করবেন | এখন অনেকেই আছে যারা Pm kisan রেজিস্ট্রেশন করেননি | আজকের এই পোস্টের মাধ্যমে দেখাবো কিভাবে kisan samman nidhi New Registration করবেন |

 

আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :

1. Pm Kisan যোজনা কি?

2. কারা কারা আবেদন করতে পারবেন?

3. কি কি ডকুমেন্টস লাগবে?

4. কিভাবে আবেদন করবেন?

 

1. Pm Kisan যোজনা কি?

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী কৃষকদের জন্য একটি নতুন প্রকল্প চালু করেছে যেটির নাম  kisan samman nidhi | এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা প্রত্যেক বছর 6 হাজার টাকা করে পাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে |

 

2. কারা কারা আবেদন করতে পারবেন?

যারা কৃষক তারা এই যোজনার জন্য আবেদন করতে পারবেন এবং আপনার যাদের 2 হেক্টর এর জমি কম আছে তারা এই যোজনায় আবেদন করতে পারবেন । অর্থাৎ এক কথায় বলতে গেলে যাদের জমির রেকর্ড আছে তারা এই যোজনায় আবেদন করতে পারবেন । এবং প্রত্যেক বছর ৬০০০ টাকা করে আপনার ব্যাংকের নিতে পারবেন ।

 

Read More – PM Kisan E-kyc 2022

 

3. কি কি ডকুমেন্টস লাগবে?

• Aadhaar Card
• Ration Card
• Land Record
• Mobile Number

 

4. কিভাবে আবেদন করবেন?

• আবেদন করার জন্য প্রথমে এই official website Visit করবেন – https://pmkisan.gov.in/

• তারপর New Farmer Registration অপশনে Click করবেন ।

• তারপর আপনার সমস্ত details বসাবেন | যেমন- আপনার নাম ,আপনার date of birth, ration card details, আপনার জমির details বসিয়ে আপনাকে apply করতে হবে।

• কিভাবে Apply করবেন সেটা নিয়ে নিম্নে ভিডিও দেওয়া আছে 👇👇👇

 

এইভাবে আপনি ২০২4 kisan samman nidhi জন্য নতুন রেজিস্ট্রেশন করতে পারবেন |

Self declaration form PDF – Click Here

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *