Krishak Bondhu Aadhaar Link 2022 | Aadhar Link PDF Download
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে Krishak Bondhu Aadhaar Link করতে হচ্ছে | যারা যারা আধার কার্ড লিঙ্ক করেননি তারা কি সবাইকে আধার লিঙ্ক করতে হবে | যদি আধার লিঙ্ক না করেন তাহলে কিন্তু কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির টাকা পাবেন না |
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :
1. কাদের কাদের আধার লিঙ্ক করতে হবে?
2. Krishak Bondhu Aadhaar Link না করলে কি হবে?
3. আধার লিঙ্ক করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে?
4. কিভাবে আধার লিঙ্ক করবেন?
1. কাদের কাদের আধার লিঙ্ক করতে হবে?
আপনি অনলাইনে চেক করবেন আপনার ভোটার নাম্বার দিয়ে কৃষক বন্ধু Status দেখতে পাবেন | সেখানে যদি আধার নাম্বার জায়গায় ফাঁকা থাকে তাহলে আপনাকে আধার লিঙ্ক করতে হবে | এবং সেখানে যদি আধার নাম্বার লেখা থাকে তাহলে কিন্তু আপনাকে Krishak Bondhu Aadhaar Link করতে হবে না। তো যাদের যাদের সেখানে আধার নম্বরে জায়গায় ফাঁকা আছে তাদের সবাই কিন্তু আধার লিঙ্ক অবশ্যই করতে হবে |
2. আধার লিঙ্ক না করলে কি হবে?
আপনি যদি Krishak Bondhu Aadhaar Link না করেন তাহলে কিন্তু কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির টাকা কিন্তু আপনি পাবেন না | তো সেই জন্য যাদের যাদের আধার নম্বর জায়গায় ফাকা আছে তাদের অবশ্যই আধার লিঙ্ক করতে হবে।
3. আধার লিঙ্ক করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে?
• Application From
• Aadhaar Card
• Voter Card
• Mobile Number
Read More – Amar Karma Disha Portal Start 2022
4. কিভাবে আধার লিঙ্ক করবেন?
• Kisak Bandu Aadhar Link করার জন্য প্রথমে এই ফর্মটি ডাউনলোড করবেন – PDF DOWNLOAD
• তারপর এখানে আপনার আধার নম্বর মোবাইল নম্বর এবং আপনার নাম বসিয়ে দেবেন |
• তারপর এই অ্যাপ্লিকেশন ফর্ম এর সঙ্গে আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স Attached করবেন |
• এরপর এই ফর্মটির দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করে দিয়ে আসতে হবে |
• দুয়ারি সরকার গিয়ে ফর্মটা জমা করে দিয়ে আসার পর কিছুদিনের মধ্যে আপনার কৃষক বন্ধুর সঙ্গে আধার লিঙ্ক টা হয়ে যাবে ।
• তারপর আপনি কৃষক বন্ধুর সমস্ত টাকা পেতে পারবেন ।
Read More – Tathya Sathi Bangla New Portal 2022
তো আশা করি বুঝতে পেরেছেন যে যাদের আধার নাম্বার জায়গায় ফাঁকা আছে তাদের Aadhar Link অবশ্যই করতে হবে । কারণ বর্তমানে অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠানো হচ্ছে না আধার নাম্বার কিন্তু টাকা পাঠানো হচ্ছে । আপনার আধার কার্ডের সঙ্গে যেই ব্যাংক লিঙ্ক আছে সেই ব্যাংকে কিন্তু অটোমেটিক টাকা চলে যাবে | সেই জন্য আধার লিঙ্কটি কিন্তু অবশ্যই করতে হবে ।