Pm Vishwakarma scheme online Apply || Pm Vishwakarma scheme
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে প্রধানমন্ত্রী তরফ থেকে নতুন একটি scheme launch লঞ্চ করা হয়েছে | যার নাম PM Vishwakarma Scheme | এই Scheme মাধ্যমে যারা যারা বাড়ি তৈরি করে ,প্রতিমা তৈরি করে, এবং বিভিন্ন রকম কাজ মাটির কাজ মাটি দিয়ে বিভিন্ন রকম মূর্তি তৈরি করে , তাদের জন্য Government এর তরফ থেকে ট্রেনিং শিখিয়ে প্রত্যেক দিন ৫০০ টাকা করে বেতন দেওয়া হবে এবং ট্রেনিং শেখানোর পর সার্টিফিকেট এবং সঙ্গে গভর্নমেন্টের কাজে নিযুক্ত করা হবে এবং প্রত্যেক মাসে ১৫০০০ টাকা বেতন দেওয়া হবে।
আজকের যে টপিক নিয়ে আলোচনা করবো সেগুলি হলো :-
1. Pm Vishwakarma scheme কি?
2. এই Scheme -এর মাধ্যমে কি কি সুযোগ সুবিধা পাবেন?
3. কারা কারা আবেদন করতে পারবেন?
4. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
5. কিভাবে অনলাইন আবেদন করবেন?
1. Pm Vishwakarma scheme কি?
বর্তমানে প্রধানমন্ত্রীর তরফ থেকে এই scheme চালু করা হয়েছে এই স্কিমের মাধ্যমে ট্রেনিং শিখিয়ে গভারমেন্টের কাজে নিযুক্ত করা হবে এবং বিভিন্ন কোন সরকারি সুযোগ-সুবিধা রয়েছে |
2. এই Scheme -এর মাধ্যমে কি কি সুযোগ সুবিধা পাবেন?
এই স্কিম এর মাধ্যমে যারা যারা হাতের কাজ করেন তাদেরকে গভারমেন্টের তরফ থেকে সেই কাজের সম্বন্ধে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ দেওয়ার সময় প্রত্যেকদিন ৫০০ টাকা করে বেতন দেওয়া হবে এবং প্রশিক্ষণ শেষ হয়ে গেলে তারপরে government এর কাজের নিযুক্ত করা হবে এবং প্রত্যেক মাসে 15000 টাকা বেতন দেওয়া হবে |
3. কারা কারা আবেদন করতে পারবেন?
যারা কোন প্রকারের হাতের কাজ জানেন যেমন কিন্তু যারা কোন মাটি দিয়ে মূর্তি তৈরি করেন , এবং মাটি দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করেন এবং যারা বাড়ি তৈরি করেন এছাড়াও যারা কোন কিছু হাতের কাজ জানেন তাদের কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে ট্রেনিং শিখে কাজে নিযুক্ত করা হবে।
4. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
Aadhar card
Pan card
Bank Account
mobile Number
email ID
5. কিভাবে অনলাইন আবেদন করবেন?
• প্রথমেই এই official website visit করবেন- https://pmvishwakarma.gov.in/
• তারপর login অপশনে ক্লিক করবেন |
• তারপর CSC রেজিস্ট্রেশন অপশন এ ক্লিক করবেন
• তারপর আপনার আধার নম্বর বসিয়ে আধার ভেরিফিকেশন করিয়ে নেবেন |
• তারপরের রেজিস্ট্রেশন ফর্মে আপনার সমস্ত Details বসিয়ে আপনাকে অনলাইন আবেদন করতে হবে |
অনলাইন আবেদনের পর তারপরে কিন্তু আপনাকে কল করে আপনাকে ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিং শেখানো হবে এবং কাজে নিযুক্ত করা হবে |