Pradhan Mantri Nipun Yojana 2022 | E-Shram Card Yojana
নমস্কার বন্ধুরা যাদের E-sharm Card আছে তাদের জন্য খুশির খবর | বর্তমানে যাদের যাদের E-sharm Card আছে তাদের জন্য Pradhan Mantri Nipun Yojana চালু করা হয়েছে | এই যোজনার মাধ্যমে বেকারদের কাজ দেওয়া হবে।
আজকের যে টপিক গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো:-
1. Pradhan Mantri Nipun Yojana কি?
2. কারা কারা আবেদন করতে পারবেন?
3. আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
4. এই যোজনার মাধ্যমে কিভাবে আপনি কাজ পাবেন?
5. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
1. Pradhan Mantri Nipun Yojana কি?
প্রধানমন্ত্রীর নিপুন যোজনা হল যাদের যাদের E-sharm Card আছে তাদের জন্য এই যোজনা চালু করা হয়েছে।
যারা E-sharm Card আবেদন করেছেন এবং যারা বেকার তাদের জন্য গভারমেন্ট এর তরফ থেকে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে । সেই জন্য এই যোজনা টি চালু করা হয়েছে । এই যোজনা মাধ্যমে আপনাকে 6 মাস ট্রেনিং শেখানো হবে আপনার কাজের ইন্টারেস্ট অনুযায়ী । তারপর ট্রেনিং শেখানোর পর আপনাকে একটি সার্টিফিকেট প্রোভাইড করা হবে এবং সেই সার্টিফিকেট দিয়েই আপনি গভর্মেন্টের কাজ এবং প্রাইভেট কোম্পানিতে কাজ পাবেন।
2. কারা কারা আবেদন করতে পারবেন?
যারা যারা E-sharm Card আবেদন করেছেন তারা এই যোজনা আবেদন করতে পারবেন | এবং যাদের বছর 18+ হয়েছে তারা এই যোজনার জন্য আবেদন করতে পারবেন । আপনার এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাকে কাজ দেওয়া হবে । অর্থাৎ এক কথায় বলতে যাদের কাছে E-sharm Card আছে তারা এই যোজনার জন্য আবেদন করতে পারবেন |
3. আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
• Email ID
• Mobile no
• Aadhaar Card
• Pan card
• Voter Card
• Education certificate
• Photo
4. এই যোজনার মাধ্যমে কিভাবে আপনি কাজ পাবেন?
এই যোজনা মাধ্যমে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে | এবং রেজিস্ট্রেশন করার পর তারপর ID Password দিয়ে Login করতে হবে।
তারপরে আপনাকে ট্রেনিং সেন্টার Select করতে হবে | আপনার District এ বিভিন্ন রকম ট্রেনিং সেন্টার রয়েছে আপনি যেই কাজটি পারেন সেই কাজ অনুযায়ী আপনাকে ট্রেনিং সেন্টার সিলেক্ট করবেন |
সিলেট করার পর সেই ট্রেনিং সেন্টারে Visit করে আপনাকে ৬ মাসের ট্রেনিং শিখতে হবে এবং ট্রেনিং শেখার পর আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। এবং এই সার্টিফিকেট দিয়ে আপনি আপনার Interested অনুযায়ী কাজ পেতে পারবেন |
5. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
• প্রথমে Official website Visit করবেন – https://www.skillindia.gov.in/NIPUN
• তারপর Register অপশনে ক্লিক করবেন |
• এরপর আপনার সামনের Registration From হয়ে যাবে তারপর আপনার সমস্ত Details বসিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যেমন আপনার আধার নাম্বার , এডুকেশন Details , মোবাইল নাম্বার , ইমেইল আইডি বসিয়ে আপনাকে রেজিষ্টেশন করতে হবে |
• রেজিস্ট্রেশন করার পর আপনাকে আইডি-পাসওয়ার্ড Provide করা হবে এবং সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি Login করবেন – Click Here
• লগইন করার পর তারপরে View All Training Centres অপশনে ক্লিক করবেন |
• তারপর আপনার district এবং State সিলেট করলে যতগুলি ট্রেনিং সেন্টার আছে আপনার সামনে Open হয়ে যাবে এবং এই ট্রেনিং সেন্টারে গিয়ে আপনি ট্রেনিং থেকে কাজ পেতে পারেন |