Ration Dealer Online Apply 2022 | How to apply ration dealership in west bengal

Spread the love

নমস্কার বন্ধুরা ইতিমধ্যে রেশন ডিলারসিপ এর জন্য অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তো আপনারা রেশন ডিলারের জন্য অনলাইন কি করে আবেদন করবেন এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে বলবো |

আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের বলব যে –
1| আপনি অনলাইন আবেদন কিভাবে করতে পারবেন?
2|আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে?
3| আবেদন করার শেষ তারিখ কবে?
3| এবং আবেদন করার পর আপনাকে রেশন ডিলার নেওয়ার জন্য কত টাকা আপনাকে দিতে হবে?

 

1| আপনি অনলাইন আবেদন কিভাবে করতে পারবেন ?

অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আপনি রেশন কার্ড Official Website যাবেন |

এরপর PDS License অপশনে ক্লিক করবেন

ক্লিক করার পর Apply New Fair Price Shop অপশনে ক্লিক করবেন

এরপর আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন তারপর Get OTP ক্লিক করবেন

এবং তারপর আপনার মোবাইল নাম্বারে OTP আসবে এবং সেই OTP বসিয়ে Proceed Button click করবেন

এরপর Dashboard খুলে যাবে |

তারপর আপনার Dist. অনুযায়ী নোটিফিকেশন দেওয়া আছে এই নোটিফিকেশন অপশনে ক্লিক করে কিন্তু আপনি নোটিফিকেশন টা চেক করে নিতে পারবেন যে আপনার কত টাকা লাগবে রেশন ডিলারসিপ নিতে গেলে এবং বিভিন্ন Important তথ্য জানতে পারবেন এই নোটিফিকেশন থেকে |

2| আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে?

I. Aadhar card
ii. pan card
iii. bank passbook (6 months a/c statement)
iv. land tax receipt
v. Annexure I Form

vi. land record

আবেদনের শেষ তারিখ কত?
আপনার Dist. এর ডানপাশে আবেদন কবে শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ এখানে show করছে এখানে আপনি দেখে নিতে পারবেন যে রেশন ডিলারশিপ নেওয়ার আবেদনের তারিখ এবং শেষ তারিখ কত?

এবার আবেদন করার জন্য Apply Online Option এ আপনি ক্লিক করবেন

ক্লিক করার পর আপনার সমস্ত details  এখানে ফিলাপ করবেন |

ফিলাপ করার পর Submit Button click করে দেবে করে দেয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা Submit হয়ে যাবে |

এরপর রেশন অফিসার আপনার গোডাউন এবং দোকান visit করতে আসবে | আসার পর সমস্ত verify করার পর এবং আপনার ডকুমেন্টস সবকিছু verify করার পর আপনাকে রেশন ডিলার সিপ দেবে |

এইভাবে কিন্তু 2022 এ Ration ডিলারশিপ নিতে পারবে |

 

SUBCRIBE MY WEBSITE FOR NEW UPDATE ….. 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *