Tatkal Ticket Booking in confirmtkt App | Tatkal Booking Online

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে আপনি অনলাইনে আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে Tatkal Ticket কাটবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো |

আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো:-

1. Tatkal Ticket কি?

2. কোন সময় অন্তত কাল টিকিট কাটতে হয়?

3. তৎকাল টিকিট Cancel করলে কি হয়?

4. কিভাবে Tatkal Ticket কাটবেন?

 

 

1. Tatkal Ticket কি?

যদি কোথাও Emargency সময় আপনাকে যেতে হয় তখন কিন্তু তৎকাল টিকিট কাটতে হয় | কারণ রিজার্ভেশন টিকিট তখন Available হয় না | এবং যদি রিজার্ভেশন টিকিট না পাওয়া যায় তাহলে কিন্তু তৎকাল টিকিট কাটতে হয় অর্থাৎ এক কথায় বলতে গেলে Emargency সময়ে যে টিকিট কাটা হয় তাকে Tatkal Ticket বলে ।

 

Read More – ALL Bank Balance inquiry Online

 

2. কোন সময় অন্তত কাল টিকিট কাটতে হয়?

যেদিন আপনি কোথাও Visit করবেন তার আগেরদিন তৎকাল টিকিট কাটতে হয় |

যদি আপনি AC টিকিট কাটেন তাহলে কিন্তু 10 টার সময় আপনাকে তৎকাল টিকিট কাটতে হবে ।

যদি আপনি Non AC টিকিট কাটেন তাহলে আপনাকে 11 টার সময়ে তৎকাল টিকিট কাটতে হবে ।

তৎকাল টিকিট কাটার সময় আপনাকে 2 থেকে 3 মিনিটের মধ্যে তৎকাল টিকিট কাটতে হবে ।

এর থেকে যদি বেশি সময় লেগে যায় তাহলে কিন্তু আপনি তৎকাল টিকিট কিন্তু কাটতে পারবেন না সেক্ষেত্রে কনফার্ম হবে না তখন ওয়েটিং লিস্ট হয়ে যাবে ।

 

3. তৎকাল টিকিট Cancel করলে কি হয়?

রিজার্ভেশন টিকিট যদি আপনি Cancel করেন তাহলে কিছু পরিমাণ চার্জ কেটে আপনাকে টাকাটা Refund করা হয় |
কিন্তু যদি আপনি কনফার্ম তৎকাল টিকিট যদি Cancel করেন তাহলে কিন্তু একটাকাও Refund পাবেন না |

কিন্তু এই অ্যাপে আপনি যদি তৎকাল টিকিট Cancel করেন তাহলে কিন্তু আপনি পুরো Refund পেয়ে যাবেন |

 

Read More – Passport Online Apply 2022

 

4. কিভাবে Tatkal Ticket কাটবেন?

তৎকাল টিকিট কাটার জন্য প্রথমেই এই অ্যাপটি ডাউনলোড করবেন – Click Here 

তারপর এই অ্যাপটিতে আপনাকে Account Create করতে হবে |

তারপর আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তারপর আপনাকে এখানে তৎকাল টিকিট কাটতে হবে ।

কিভাবে তৎকাল টিকিট কাটবেন সেটা নিয়ে নিম্নে ভিডিও দেওয়া আছে 👇👇👇

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *