WB TET Exam Online From Fillup 2022 | TET Exam Online From
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বর্তমানে WB TET Exam অনলাইন ফর্ম ফিলাপ শুরু হয়েছে এখন আপনি অনলাইন ফর্ম ফিলাপ করতে পারবেন |
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো:-
1. অনলাইন আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে?
2. কারা কারা আবেদন করতে পারবেন?
3. কিভাবে আবেদন করবেন?
4. কত টাকা ফি লাগবে?
5. অনলাইন আবেদনের শেষ তারিখ কবে?
1. অনলাইন আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে?
• Photo
• Signature
• TRAINING DOCUMENTS
FINAL MARKSHEET / PART 1 MARKSHEET / REGISTRATION CERTIFICATE OR ADMISSION PROOF OF TRAINING QUALIFICATION
• Aadhaar Font And Back Side
• Caste Certificate
2. কারা কারা আবেদন করতে পারবেন?
যারা বর্তমানে দু’বছরের d.el.ed কোর্স করেছেন এবং যারা বর্তমানে চার বছরের B.EL.ED করছেন অথবা যারা B.ED করেছেন অথবা যারা বর্তমানে কোর্স করছেন তারাও এখানে আবেদন করতে পারবেন | যাদের কমপ্লিট হয়ে গেছে তার আবেদন করতে পারবেন যারা বর্তমানে এখন কোর্স চলছে তারা এখানে আবেদন করতে পারবেন |
3. কিভাবে আবেদন করবেন?
• প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন- https://www.wbbpeonline.com/
• তারপর TET 2022 অপশনে ক্লিক করবেন
• তারপর আপনার মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি বসিয়ে দিবেন তারপর আপনার মোবাইল নাম্বারে একটা OTP আসবে সেটা বসিয়ে সাবমিট করবেন |
• তারপর আপনার Personal Details বসাতে হবে এবং আপনার Address বসাতে হবে এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশন এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে |
• next ট্রেনিং কোয়ালিফিকেশন বসাতে হবে |
• তারপরে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে |
সমস্ত কিছু ফিলাপ করে দেয়ার পর SUBMIT বাটনে ক্লিক করে দেয়ার পর আপনাকে Payment করতে হবে |
পেমেন্ট হয়ে যাওয়ার পর তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম টা Print out করে নেবেন |
4. কত টাকা ফি লাগবে?
• OBC – 100 টাকা
•জেনারেল – 150 টাকা
• SC/ST -50 টাকা
5. অনলাইন আবেদনের শেষ তারিখ কবে?
• আবেদন শুরু হয়েছে 14/10/2022
• আবেদনের শেষ তারিখ 3/11/2022