How to Find Aadhaar Card Center in Your Location | Aadhaar Card
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে Aadhaar Card নতুন একটি Official Website Launch করা হয়েছে ।
এই Official Website এর মাধ্যমে আপনার এলাকায় কোথায় কোথায় আধার সেন্টার রয়েছে এবং কোন কোন সেন্টারে আধার কার্ডের কোন কোন কাজ হচ্ছে আপনি পুরো লিস্ট টা চেক করতে পারবেন ।
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো:-
1. নতুন ওয়েবসাইট এ কি কি সুবিধা পাবেন?
2. কিভাবে লিস্ট চেক করবেন?
3. কিভাবে Contact করবেন?
1. Aadhaar Card নতুন ওয়েবসাইট এ কি কি সুবিধা পাবেন?
আধার কার্ডের নতুন Official Website এ আপনি আপনার এলাকায় কোথায় কোথায় আধার সেন্টার রয়েছে সেটা দেখতে পারবেন এবং কোন আধার সেন্টার এ আধার কার্ডে কোন কোন কাজ হচ্ছে সেটা আপনি অনলাইনে চেক করতে পারবেন ।
যেমন – আধার কার্ড সংশোধন , বায়োমেট্রিক আপডেট, Fingerprint আপডেট , মোবাইল নাম্বার আপডেট , Email ID আপডেট, নাম সংশোধন , বাবার নাম সংশোধন , Address সংশোধন, Date of birth সংশোধন ইত্যাদি কোন আধার সেন্টার হচ্ছে সেটা আপনি অনলাইনে চেক করতে পারবেন |
এর ফলে আপনি আধার কার্ড যেই কাজটি করতে চান সেই কাজটি কোন আধার সেন্টারে হচ্ছে সেটা জেনে আপনি সেখানে গিয়ে আপনার আধার কার্ড টি সংশোধন অথবা আপডেট করতে পারবেন ।
Read More – Aadhaar Card Mobile Number Link 2022
2. কিভাবে লিস্ট চেক করবেন?
• প্রথমেই এই Official Website Visit করবেন – https://bhuvan.nrsc.gov.in/aadhaar/
তারপর এখানে আপনি Pincode Wise চেক করতে পারেন ।
অথবা আধার সেবা কেন্দ্র নাম অনুযায়ী চেক করতে পারেন ।
অথবা আপনার State Wise আধার সেন্টার চেক করতে পারেন |
যদি State Wise চেক করতে চান তাহলে প্রথমে আপনার State Name, District Name এবং আপনার Location Select করবেন |
তারপর আপনার সামনে পুরো List Show হয়ে যাবে | এবং আপনার লোকেশন এ কতগুলি আধার সেন্টার রয়েছে এবং কোথায় কোথায় রয়েছে এবং কোন আধার সেন্টার এ কি কি কাজ হচ্ছে সেটা চেক করতে পারবেন ।
Read More – মোবাইলের মাধ্যমে 2022-এ কিভাবে Aadhaar Card Correction করবেন
3. কিভাবে Contact করবেন?
• আপনার এলাকায় সমস্ত Aadhaar Card সেন্টার Show হয়ে যাবার পর আধার সেন্টার এর Location এ Click করলে Address Show হয়ে যাবে।
• তারপর সেখানে Visit করে আপনি Aadhaar Card সংশোধন করতে পারবেন।
এইভাবে আপনি আধার কার্ডের নতুন Official Website থেকে আপনার এলাকায় কোথায় কোথায় Aadhaar Card সেন্টার রয়েছে এবং কোথায় কোথায় আধার কার্ড সংশোধন হচ্ছে অনলাইনে চেক করতে পারবেন |এবং সেখানে গিয়ে আপনার আধার কার্ড সংশোধন করতে পারবেন |