Voter card aadhar link west bengal | Voter Card Aadhaar Link 2022
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলবো যে কিভাবে voter card aadhar link করবেন 2022 এ নতুন পদ্ধতিতে সেটাই পোষ্টের মাধ্যমে আপনাদের দেখাবো | এই ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আপনি NVSP Portal থেকে খুব সহজেই বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে করতে পারবেন ।
আজকের Topic গুলি নিয়ে আলোচনা করব সেগুলো হল :
1. Voter card aadhar link কিভাবে করবেন?
2. কিভাবে Status Check করবেন?
3. কত দিনের মধ্যে আধার লিঙ্ক হয়ে যাবে?
4. লিঙ্ক করার সময় যদি Server problem হয় তাহলে কি করবেন?
5. কেউ যদি এই Link না করে তাহলে কি হবে?
1. Voter card aadhar link কিভাবে করবেন?
Visit Voter Official Website – https://www.nvsp.in/
কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে নিম্নে ভিডিও দেখুন 👇👇👇
2. কিভাবে Status Check করবেন?
Step 1 – স্ট্যাটাস চেক করার জন্য Track Application Status অপশনে ক্লিক করবেন |
Step 2 -তারপর এখানে আপনার রেফার নাম্বারটা বসিয়ে এখানে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন |
3. কত দিনের মধ্যে আধার লিঙ্ক হয়ে যাবে?
ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার 7 দিনের মধ্যে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক টা হয়ে যাবে ।
4. লিঙ্ক করার সময় যদি Server problem হয় তাহলে কি করবেন?
লিঙ্ক করার সময় যদি কোন প্রবলেম হয় তাহলে আপনি রাত্রে চেষ্টা করবেন কারণ রাত্রে Traffic কম থাকে সেই জন্য সার্ভার টা ঠিক থাকে সেই জন্য আপনি রাত্রে ট্রাই করবেন |
5. কেউ যদি এই Link না করে তাহলে কি হবে?
কেউ যদি ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক টা যদি না করে তাহলে কিন্তু তার ভোটার কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে | সেই জন্য আপনারা সবাই ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক টা অবশ্যই করে নেবেন |
আশাকরি বুঝতে পেরেছেন কিভাবে 2022 এ আপনার মোবাইলের মাধ্যমে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন |
আরো পড়ুন – Voter Card DOB Correction 2022
Website : | Click Here |
Telegram : | Click Here |
Youtube : | Click Here |