Aadhar Card Link With Bank & Pan & Voter Card & Ration Card
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলবো যে আপনি অনলাইনে মাধ্যমে আপনার ভোটার কার্ডের সঙ্গে Aadhar Card Link এবং ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক এবং রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এবং প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে নাকি কিভাবে চেক করবেন এবং লিঙ্ক না থাকলে কিভাবে লিঙ্ক করবেন সেটা step-by-step আপনাদের বলবো ।
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো:-
1. প্যান কার্ডের সঙ্গে Aadhar Card Link আছে নাকি কিভাবে চেক করবেন?
2. রেশন কার্ডের সঙ্গে Aadhar Card Link আছে নাকি কিভাবে চেক করবেন?
3. ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে নাকি কিভাবে চেক করবেন?
4. ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে নাকি কিভাবে চেক করবেন?
1. প্যান কার্ডের সঙ্গে Aadhar Card Link আছে নাকি কিভাবে চেক করবেন?
• প্রথমেই এই Official Website Visit করবেন – https://www.incometax.gov.in
• তারপর Pan Aadhaar Link Status অপশনে ক্লিক করবেন |
• তারপর আপনার প্যান নম্বর এবং আধার নম্বর বসে দেবেন | তারপর আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে নাকি চেক করতে পারবেন |
• যদি লিংক না থাকে তাহলে আপনি Home অপশনে যাবেন |
• তারপর Link Aadhaar অপশনে ক্লিক করবেন |
• তারপর আপনার আধার কার্ড এবং প্যান কার্ড নাম্বার বসিয়ে দিবেন |
• এরপর আপনার আধার কার্ড OTP আসবে সেই OTP বসিয়ে আপনি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন |
2. রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে নাকি কিভাবে চেক করবেন?
• প্রথমেই এই Official Website Visit করবেন – https://food.wb.gov.in/
• তারপর রেশন কার্ড & আধার কার্ড Link অপশনে ক্লিক করবেন |
• তারপর আপনার রেশন কার্ডের নাম্বার বসিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে নাকি |
• যদি লিংক না থাকে তাহলে লিঙ্ক আধার কার্ড অপশন এ ক্লিক করে আপনি আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন |
• তারপর আপনার আধার কার্ড OTP বসিয়ে আপনি রেশন কার্ড সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন ।
3. ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে নাকি কিভাবে চেক করবেন?
• প্রথমেই এই Official Website Visit করবেন – https://resident.uidai.gov.in/bank-mapper
• তারপর আপনার আধার কার্ডের নাম্বার বসিয়ে আপনার আধার কার্ডের সঙ্গে যে এই মোবাইলের Link আছে সে মোবাইলে একটা OTP আসবে | সেই OTP বসিয়ে Submit বাটনে ক্লিক করবেন |
• তারপর ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে নাকি এখানে Show হয়ে যাবে |
• যদি ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক না থাকে তাহলে কিভাবে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করবেন সেটা নিম্নে দেওয়া আছে 👇👇👇
Bank Account Aadhaar Link 2022
4. ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে নাকি কিভাবে চেক করবেন?
• প্রথমেই এই Official Website Visit করবেন – https://www.nvsp.in/
• তারপর Track Application Status অপশনে ক্লিক করবেন |
• এরপর যদি আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে থাকেন তাহলে আপনার কাছে রেফারেন্স আইডি নাম্বারটা আছে | সেই নাম্বারটা দিয়ে Aadhar Link হয়েছে নাকি চেক করতে পারবেন |
• যদি আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে কিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন তার লিংক নিম্নে দেওয়া আছে 👇👇👇
Voter card aadhar link west bengal
এইভাবে আপনি অনলাইনে মাধ্যমে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংকের সঙ্গে Aadhar Card Link আছে নাকি সেটা আপনি খুব সহজেই চেক করতে পারবেন |