Pm Yojona

Ayushman Mitra ID Registration 2023 | Ayushman Mitra ID Apply

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে কিন্তু Ayushman Mitra ID সবাইকে প্রোভাইড করা হচ্ছে | এখন আপনি Ayushman Mitra ID নিয়ে কাস্টমারদের আয়ুষ্মান কার্ড তৈরি করে ভাল রকম টাকা ইনকাম করতে পারবেন ।

আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :

1. Ayushman Mitra ID কি?

2. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

3. আইডি পাসওয়ার্ড পাওয়ার জন্য কত টাকা খরচ হবে?

4. আইডি পাসওয়ার্ড পাওয়ার পর কি করবেন?

 

1. Ayushman Mitra ID কি?

আয়ুষ্মান মিত্র ID হল গভর্নমেন্টের তরফ থেকে আয়ুষ্মান কার্ড তৈরি করার জন্য এই আইডি সবাইকে প্রোভাইড করা হচ্ছে । আপনি এই আইডি জন্য রেজিস্ট্রেশন করে আইডি পাসওয়ার্ড Create করে আপনি বিভিন্ন মানুষের Ayushman card তৈরি করতে পারবেন এবং ভাল রকমের টাকা ইনকাম করতে পারবেন |

 

2. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

• প্রথমে এই Official Website Visit করবেন- https://users.nha.gov.in/UserManagement/

• তারপর Self Registration অপশন এ ক্লিক করবেন |

• তারপর আপনার আধার নম্বর এবং মোবাইল নম্বর বসিয়ে এবং আপনার সমস্ত details বসিয়ে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করবেন |

• একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে আইডি ও পাসওয়ার্ড করবে । সেই আইডি পাসওয়ার্ড দিয়ে Login করে আপনি কাস্টমারদের আয়ুষ্মান কার্ড তৈরি করতে পারবেন |

 

Read More –  Ayushman Bharat Card Apply 2022

 

3. আইডি পাসওয়ার্ড পাওয়ার জন্য কত টাকা খরচ হবে?

এই Ayushman Mitra আইডি জন্য আপনার এক টাকা খরচ হবে না সম্পূর্ণ বিনামূল্যে এই আইডি Create করতে পারবেন |

 

4. আইডি পাসওয়ার্ড পাওয়ার পর কি করবেন?

রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তারপরে আইডি পাসওয়ার্ড আপনাকে প্রোভাইড করবে | সেই আইডি দিয়ে আপনি login করে তারপরে কাস্টমারদের আইসপার্ট কার্ড তৈরি করতে পারবেন এবং ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন।

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *