CGRMS Portal Launch 2023 || Ayushman Bharat Card Apply Online
নমস্কার বন্ধুরা, আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে কিন্তু Ayushman Bharat Card ওয়েস্ট বেঙ্গলে শুরু করে দেওয়া হয়েছে।
কিন্তু অনেক মানুষ যারা SC/ST/OBC এবং যারা B.P.L ক্যাটাগরির মধ্যে পড়ে তাদের মধ্যে অনেক মানুষের নাম কিন্তু আয়ুষ্মান ভারত কারে লিস্টে নাম ওঠেনি | তো সেক্ষেত্রে তারা কিভাবে Ayushman Card -এ তাদের নাম উঠাবেন সেটা এই পোষ্টের মাধ্যমে আপনাদের বলবো |
আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :
1. Ayushman Bharat Card কি?
2. আপনার নামে আয়ুষ্মান ভারত কার্ড হয়েছে নাকি কিভাবে চেক করবেন?
3. আয়ুষ্মান ভারত কার্ডে আপনার নাম কিভাবে Add করবেন ?
4. আয়ুষ্মান ভারত কার্ডে কি কি সুবিধা রয়েছে ?
1. Ayushman Bharat Card কি?
কেন্দ্র সরকারের তরফ থেকে এই গানটি সাধারণ মানুষের জন্য গরমের তরফ থেকে এই কার্ড লঞ্চ করা হয়েছে এই কার্ডের মাধ্যমে আপনি সরকারি বিভিন্ন রকম সহযোগিতা এবং ৫ লক্ষ টাকার হেলথ ইন্সুরেন্স পাবেন |
2. আপনার নামে আয়ুষ্মান ভারত কার্ড হয়েছে নাকি কিভাবে চেক করবেন?
আয়ুষ্মান ভারত কার্ডে আপনার নামটা আছে নাকি সেটা চেক করার জন্য –
• প্রথমে এই Official Website Visit করবেন- https://mera.pmjay.gov.in/search/login
• তারপর আবার মোবাইল নম্বর বসিয়ে এবং আপনার নাম এবং সমস্ত details বসিয়ে খুব সহজে চেক করতে পারবেন আপনার নামটা রয়েছে নাকি যদি না থেকে থাকে তাহলে No Record Found দেখাবে |
3. আয়ুষ্মান ভারত কার্ডে আপনার নাম কিভাবে Add করবেন ?
এবার যদি কোন কারনে আয়ুষ্মান ভারত কার্ডে আপনার নামটা না উঠে থাকে তাহলে নাম Add করার জন্য –
• প্রথমে এই Official Website Visit করবেন- https://cgrms.pmjay.gov.in/GRMS/loginnew.htm
• তারপর এখানে সমস্ত details বসিয়ে এখানে আপনাকে Apply করতে হবে |
• কিভাবে Apply করবেন সেটা নিয়ে নিম্ন ভিডিও দেওয়া রয়েছে 👇👇👇
4. আয়ুষ্মান ভারত কার্ডে কি কি সুবিধা রয়েছে ?
• Ayushman Bharat Card থাকলে আপনি বিভিন্ন কোন সরকারি Benefits পাবেন |
• এবং এই Ayushman Bharat Card থাকলে আপনি প্রত্যেক বছর 5 লক্ষ টাকার Health Insurance পাবেন অর্থাৎ প্রত্যেক বছর 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য ছাড় পাবেন |