Govt YojonaPm Yojona

CGRMS Portal Launch 2023 || Ayushman Bharat Card Apply Online

Spread the love

নমস্কার বন্ধুরা, আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে কিন্তু Ayushman Bharat Card ওয়েস্ট বেঙ্গলে শুরু করে দেওয়া হয়েছে।

কিন্তু অনেক মানুষ যারা SC/ST/OBC এবং যারা B.P.L ক্যাটাগরির মধ্যে পড়ে তাদের মধ্যে অনেক মানুষের নাম কিন্তু আয়ুষ্মান ভারত কারে লিস্টে নাম ওঠেনি | তো সেক্ষেত্রে তারা কিভাবে Ayushman Card -এ তাদের নাম উঠাবেন সেটা এই পোষ্টের মাধ্যমে আপনাদের বলবো |

 

আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :

1. Ayushman Bharat Card কি? 

2. আপনার নামে আয়ুষ্মান ভারত কার্ড হয়েছে নাকি কিভাবে চেক করবেন? 

3. আয়ুষ্মান ভারত কার্ডে আপনার নাম কিভাবে Add করবেন ? 

4. আয়ুষ্মান ভারত কার্ডে কি কি সুবিধা রয়েছে ?

 

 

1. Ayushman Bharat Card কি? 

কেন্দ্র সরকারের তরফ থেকে এই গানটি সাধারণ মানুষের জন্য গরমের তরফ থেকে এই কার্ড লঞ্চ করা হয়েছে এই কার্ডের মাধ্যমে আপনি সরকারি বিভিন্ন রকম সহযোগিতা এবং ৫ লক্ষ টাকার হেলথ ইন্সুরেন্স পাবেন |

 

2. আপনার নামে আয়ুষ্মান ভারত কার্ড হয়েছে নাকি কিভাবে চেক করবেন? 

আয়ুষ্মান ভারত কার্ডে আপনার নামটা আছে নাকি সেটা চেক করার জন্য –

• প্রথমে এই Official Website Visit করবেন- https://mera.pmjay.gov.in/search/login

• তারপর আবার মোবাইল নম্বর বসিয়ে এবং আপনার নাম এবং সমস্ত details বসিয়ে খুব সহজে চেক করতে পারবেন আপনার নামটা রয়েছে নাকি যদি না থেকে থাকে তাহলে No Record Found দেখাবে |

 

3. আয়ুষ্মান ভারত কার্ডে আপনার নাম কিভাবে Add করবেন ? 

এবার যদি কোন কারনে আয়ুষ্মান ভারত কার্ডে আপনার নামটা না উঠে থাকে তাহলে নাম Add করার জন্য –

• প্রথমে এই Official Website Visit করবেন- https://cgrms.pmjay.gov.in/GRMS/loginnew.htm

• তারপর এখানে সমস্ত details বসিয়ে এখানে আপনাকে Apply করতে হবে |

• কিভাবে Apply করবেন সেটা নিয়ে নিম্ন ভিডিও দেওয়া রয়েছে 👇👇👇

 

4. আয়ুষ্মান ভারত কার্ডে কি কি সুবিধা রয়েছে ?

• Ayushman Bharat Card থাকলে আপনি বিভিন্ন কোন সরকারি Benefits পাবেন |

• এবং এই Ayushman Bharat Card থাকলে আপনি প্রত্যেক বছর 5 লক্ষ টাকার Health Insurance পাবেন অর্থাৎ প্রত্যেক বছর 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য ছাড় পাবেন |

Read More 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *