Digilocker New Portal 2024 | All Documents Download Without OTP
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে একটি গভারমেন্ট পোর্টালে কথা বলব সেটির নাম হচ্ছে – DigiLocker |
এই পোর্টালে আপনি আপনার সমস্ত ডকুমেন্টস যেরকম আপনার রেশন কার্ড, আধার Card , Marksheet এছাড়া ও সমস্ত ডকুমেন্টস আপনি এই পোর্টালের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন এবং অরিজিনাল সার্টিফিকেট এই পোর্টালের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন ।
আজকের যে টপিক নিয়ে আলোচনা করবো সেগুলো হলো:
1. DigiLocker কি?
2. এই পোর্টাল থেকে কি কি সুবিধা পাবেন?
3. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
4. ডকুমেন্ট ডাউনলোড করতে কত খরচ হবে?
1. DigiLocker কি?
Govt এর তরফ থেকে একটি নতুন Portal Start করা হয়েছে যেটির নাম হচ্ছে – Digiloker | এই পোর্টালের মাধ্যমে আপনার সমস্ত Important ডকুমেন্টস ডাউনলোড করতে পারবেন | এবং যত রকমের Important সার্টিফিকেট আছে সেগুলো আপনি অরিজিনাল এই পোর্টালের দ্বারা ডাউনলোড করতে পারবেন |
Read More – Pradhan Mantri Ujjwala Yojana Online Apply 2022
2. এই পোর্টাল থেকে কি কি সুবিধা পাবেন?
এই পোর্টাল থেকে আপনি রেশন কার্ড , আধার কার্ড জন্ম সার্টিফিকেট , Caste সার্টিফিকেট , COVID সার্টিফিকেট , মার্কশিট , প্যান কার্ড ছাড়াও আরো বিভিন্ন ডকুমেন্টস আছে সেগুলো আপনি এই পোর্টাল এর দ্বারা অরিজিনাল সার্টিফিকেট এবং Card ডাউনলোড করতে পারবেন | এটি একটি Genuine এবং Trusted পোর্টাল |true I’d VCard download online
3. কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
• প্রথমে এই Official App ডাউনলোড করুন – Digiloker
• তারপর Signup বাটনে ক্লিক করবেন ।
• তারপর আপনার সমস্ত ডিটেইলস যেমন – আপনার নাম, আবার Date of birth, আপনার বাবার নাম, আপনার আধার কার্ডের নম্বর এবং একটি ছয় সংখ্যার পিন আপনাকে বসিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ।
• তারপর আপনার আধার নম্বর এবং ছয় সংখ্যার পিন দিয়ে Sign-in করবেন |
• তারপর এখান থেকে আপনি সমস্ত ডকুমেন্ট ডাউনলোড করতে পারবেন |
Read More – Pradhan Mantri Sochalay Yojana (Gramin) Apply 2022
4. ডকুমেন্ট ডাউনলোড করতে কত খরচ হবে?
এই পোর্টাল থেকে আপনি যতগুলো সার্টিফিকেট ডাউনলোড করবেন আপনাকে এক টাকাও দিতে হবে না | সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে আপনি সমস্ত ডকুমেন্টস ডাউনলোড করতে পারবেন |