E-PDS Portal Launch 2023 || Goverment New Portal Launch 2023

Spread the love

নমস্কার বন্ধুরা, আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে গভারমেন্টের তরফ থেকে নতুন E-PDS Portal Launch করা হয়েছে | এই Portal -এর মাধ্যমে আপনি সরকারি বিভিন্ন কোন সুযোগ সুবিধা পেতে পারবেন ।

আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলি হলো :

1. এই পোর্টাল কেন লঞ্চ করা হয়েছে?
2. এই Portal -এর মাধ্যমে কি কি সুবিধা পাবেন?
3. কিভাবে রেজিস্টেশন করবেন?

 

1. এই পোর্টাল কেন লঞ্চ করা হয়েছে?

আপনারা সবাই জানেন যে আধার কার্ড , ভোটার কার্ড অথবা প্যান কার্ডের জন্য একটি নির্দিষ্ট পোটাল রয়েছে । এবং সেই পোর্টালের মাধ্যমে পুরো ভারত থেকে সবাই কিন্তু প্যান কার্ড থেকে প্যান কার্ড এবং ভোটার কার্ড পোর্টাল থেকে ভোটার কার্ড এবং আধার Portal থেকে আধার কার্ড Apply করে। এবং পুরো ভারতের সবার কিন্তু আধার কার্ড , প্যান কার্ড এবং এবং ভোটার কার্ড সবার কিন্তু একই |

কিন্তু রেশন কার্ড কেবলমাত্র প্রত্যেক State জন্য আলাদা card কিন্তু হয় | যেমন – ওয়েস্ট বেঙ্গল এ card আলাদা , আসামের Card আলাদা প্রত্যেকের State আলাদা Card

কিন্তু government এর তরফ থেকে বর্তমানে কিন্তু এই আলাদা আলাদা থাকার বাদ দিয়ে পুরো ভারতে একটি রেশন কার্ড কিন্তু লঞ্চ করবে | এবং সেই রেশন কার্ড কিন্তু এই পোর্টালের দ্বারা রেজিস্ট্রেশন করতে পারবেন | সেই জন্য এই Portal Launch করা হয়েছে |

 

2. এই Portal -এর মাধ্যমে কি কি সুবিধা পাবেন?

এই পোর্টালে মাধ্যমে আপনি নতুন রেশন কার্ড এবং রেশন কার্ডের যাবতীয় কাজ , যেমন – রেশন কার্ড ট্রান্সফার এবং রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার Link, রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার Link, রেশন কার্ডের সমস্ত রকম কাজ কিন্তু এই Portal দ্বারা করতে পারবেন এবং প্রত্যেক স্টেটের জন্য রেশন কার্ড একটি হবে যেটা পোর্টালের দ্বারা অ্যাপ্লাই করতে পারবেন।

 

3. কিভাবে রেজিস্টেশন করবেন?

• প্রথমে এই অফিসের ওয়েবসাইটে ভিজিট করবেন – https://epds.nic.in/

• তারপর E-pds Portal অপশনে ক্লিক করবেন |

তারপর আপনি যে স্টেটে বসবাস করেন সেই স্টেটের উপরে ক্লিক করে আপনি রেশন কার্ড এ All সার্ভিসদের লাভ উঠাতে পারবেন |

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *