Pradhan Mantri Kaushal Vikas Yojana Online Apply 2022 | PMKVY
নমস্কার বন্ধুরা আজকের পোষ্টের মাধ্যমে আপনাদের একটি যোজনা কথা বলব সেটি নাম আছে Pradhan Mantri Kaushal Vikas Yojana এই যোজনার মাধ্যমে যারা বেকার এবং যারা কোন কাজ করেন না তারা কিন্তু এই যোজনা মাধ্যমে ট্রেনিং শিখে কাজ করতে পারেন ।
আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হল :-
1. Pradhan Mantri Kaushal Vikas Yojana যোজনা কি?
2. কারা কারা এই যোজনায় আবেদন করতে পারবেন?
3. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
4. কিভাবে আবেদন করবেন?
5. কিভাবে এবং কোথায় ট্রেনিং শিখবেন?
6. কিভাবে আপনি কাজ পাবেন?
1. Pradhan Mantri Kaushal Vikas Yojana যোজনা কি?
Pradhan Mantri Kaushal Vikas Yojana হলো প্রধানমন্ত্রীর তরফ থেকে এই যোজনা চালু করা হয়েছে যারা গরীব দুঃখী এবং যারা বেকার যারা বর্তমানে কোন কাজ করেন না তাদের জন্য এই যোজনা সরকারের মাধ্যমে চালু করা হয়েছে | এই যোজনার মাধ্যমে আপনি যে কাজটি পারেন অথবা যেই কাজ করতে চান সেই কাজ অনুযায়ী আপনাকে ছয় মাসের ট্রেনিং শেখানো হবে । এবং সেই কাজ অনুযায়ী আপনাকে কাজটা দেওয়া হবে ।
Read More – Pradhan Mantri Sochalay Yojana (Gramin) Apply 2022
2. কারা কারা এই যোজনায় আবেদন করতে পারবেন?
এই যোজনা মাধ্যমে সবাই আবেদন করতে পারবেন যারা বর্তমানে বেকার তারা এখানে আবেদন করতে পারবেন । যারা বর্তমানে পড়াশোনা করেছে এবং যারা বর্তমান কোন কাজ করেন না তারা এখানে আবেদন করতে পারবেন । যারা মাধ্যমিক ,যারা 12 পাস , 8 পাস সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন । আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাকে কাজ দেওয়া হবে ।
3. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
• Aadhaar Card
• pan card
• identity card
• Education certificate
• mobile number
• Email ID
4. কিভাবে আবেদন করবেন?
• প্রথমে Official website Visit করবেন – http://www.pmkvyofficial.org/
• তারপর Quick Link অপশনে ক্লিক করবেন |
• তারপর Skill India অপশনে ক্লিক করবেন |
• Next I want to skill myself অপশনে ক্লিক করবেন |
• এরপর আপনার সামনের Registration From হয়ে যাবে তারপর আপনার সমস্ত Details বসিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যেমন আপনার আধার নাম্বার , এডুকেশন Details , মোবাইল নাম্বার , ইমেইল আইডি বসিয়ে আপনাকে রেজিষ্টেশন করতে হবে |
• রেজিস্ট্রেশন করার পর আপনাকে আইডি-পাসওয়ার্ড Provide করা হবে এবং সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি Login করবেন – Click Here
• লগইন করার পর তারপরে View All Training Centres অপশনে ক্লিক করবেন |
• তারপর আপনার district এবং State সিলেট করলে যতগুলি ট্রেনিং সেন্টার আছে আপনার সামনে Open হয়ে যাবে এবং এই ট্রেনিং সেন্টারে গিয়ে আপনি ট্রেনিং থেকে কাজ পেতে পারেন |
• Or Visit Official Website – https://web.umang.gov.in/
Read More – Jandhan Yojana Account Opening 2022
5. কিভাবে এবং কোথায় ট্রেনিং শিখবেন?
• যখন আপনি আপনার district এবং আপনার State সিলেট করবেন তখন আপনার district এ কতগুলি প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ট্রেনিং সেন্টার আছে আপনার সামনে Show হয়ে যাবে |
• তারপর আপনি যেই কাজে পারদর্শী বা যেই কাজটি করতে ভালোবাসেন সেই কাজ অনুযায়ী ট্রেনিং সেন্টার আপনাকে সিলেট করবেন | Selete করার পর সেখানে ছয় মাসের আপনাকে ট্রেনিং শিখতে যেতে হবে এবং 6 মাস ট্রেনিং করার পর আপনাকে সেই কাজ Provide করা হবে |
6. কিভাবে আপনি কাজ পাবেন?
আপনার যেই কাজে Interest বা যে কাজটা ভালো করেন সেই কাজ অনুযায়ী আপনি ছয় মাসের ট্রেনিং শেখার পর আপনাকে সেই কাজ Provide করা হবে | যারা বর্তমানে বেকার এবং যারা কোন কাজ করেন না তারাই Pradhan Mantri Kaushal Vikas Yojana জন্য রেজিস্ট্রেশন করে 6 মাসের ট্রেনিং করে আপনি কাজ পেতে পারেন | আপনার এডুকেশন কোয়ালিফিকেশন বা আপনার যোগ্যতা অনুযায়ী সেখানে ট্রেনিং করার পর আপনাকে সেই কাজ Provide করা হবে |